আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বব্যাংকের বিরোদ্ধে মামলা করা উচিত

নিজের সর্ম্পকে বলার মতো আমার কোন অর্জন নেই যেদিন মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেন আমরা নিজেদের টাকায় পদ্মাসেতু নির্মাণ করবো । তখন প্রধানমন্ত্রির বক্তব্যে আশান্বিত্ব হয়ে আমার বিশ্বাস হয়েছিল যাক 'তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে 'বঙ্গবন্ধুর মতো তার সুযোগ্য উত্তরসূরি আমাদের আরেক টি ত্যাগ স্বীকার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন । ডাক দিয়েছেন ,দেশবাসির কাছে সাহায্য চেয়েছেন । আমরা তাঁর আবেদনে অকুন্ঠ সর্মথন শুধু দেইনি ,এর জন্য শপথ ও নিয়ে রেখেছিলাম দেখি কিছু একটা করা যায় কি না । আমার মাঝে একটি সুপ্ত স্বপ্ন অনেক দিন থেকে উঁকি দিচ্ছে ।

আমাদের পূর্বসূরি দেশের তরে তাদেঁর ত্যাগের কথা শুনান । ভাষা আন্দোলন থেকে শুরু এইতো কিছু দিন আগে স্বৈরাচার হাঠানো পর্যন্ত উত্তরসূরি হিসেবে পূর্বসুরিদের তুলাহীন অবদান শুনলে হাত কাপালের নিচে সালামের পজিশন চলে যায় । তখন ভাবি,চিন্তাকরি কিছুই তো আর পারলাম না যদি কখনও সুযোগ পাই তয় দেশের জন্য এমন কিছু করব যেন দেশবাসি যুগের পর যুগ স্মরন রাখে । যেমন আমরা রাখি আমাদের পূর্ববর্তী বীর সেনানীদের । সুযোগ টা প্রায় নাগালের মধ্যে চলে এসেছিল ।

কিন্তু কি এক অজানা কারনে সুযোগ টা হাত ছাড়া হয়ে যায় । এর জন্য মনে যে কষ্ট হয়েছে তার চেয়ে অযুত কষ্ট পেয়েছি আমাদের সরকারের লুকোচুরি আচরণে । একদিকে প্রধানমন্ত্রি আমাদের দেশের জন্য ঝাঁপিয়ে পড়ার আহবান জানাচ্ছেন ,উলঠো দিকে অর্থমন্ত্রী বিশ্বব্যাংকের মন গলানোর জন্য হেন কাজ নেই যা তিনি করেননি । আমরা কার কথা বিশ্বাস করব ? আমরা কি এতই গরিব যে পদ্মা সেতু নির্মাণ করা আমাদের পক্ষে সম্ভব না ? যুক্তির খাতিরে মানলাম । কিন্তু এর জন্য কি দেশের মান সম্মান, সব কিছুই একবারেই গৌণ করে ফেলব ?এতো বড় প্রকল্পে বিশ্বব্যাংকের অংশিদারীত্ব থাকলে ঝুঁকি হ্রাস পাবে,তাছাড়া ঋণের পরিমানও কম ,আরো অনেক ভাল দিক নিয়ে উকালতি ।

তাই বলে একটি স্বাধীন দেশের গণতান্ত্রিক সরকারকে যেভাবে ইচ্ছা লাগাম পরিয়ে ঘুরাবে ,মন্ত্রির পদত্যাগ ঘটাবে,যা ইচ্ছা তাই করবে ? আর আমরা উঁচু টিলায় দাঁড়িয়ে আরও সরকারের পরিণতির জন্য প্রার্থনা করব ?মত পথের ভিন্নতা থাকতে পারে তাই বলে আমার ঘরের ভিতরে এসে অন্যের গুন্ডামি মেনে নেব এমন কাপুরুষদের বাংলায় কেন পাকিস্তানে জন্ম নেওয়া উচিৎ ছিল । সরকার আমার সাথে শত অন্যায় করতে পারে ,এর প্রতিবাদ আমরা করি । মাঝে মাঝে সরকারও কিছু উগ্র আচরণ করে ঠিক ,কিন্তু সে জন্য সরকারের বিপদের দিনে আমাদের খুশি হয়ে বিপদ উপভোগ করা কি সাজে? সরকার আমাদের ,এর মান সম্মানের সাথে আমাদের মানসম্মান জড়িত । এর জন্য একটু বুঝে শুনে খুশি হলে দেশের জন্য ভাল হয় । আজকে আবার banglanews24.com এ পড়েছি বিশ্বব্যাংক নাকি আর ঋণ দেবে না ।

ভাল এর জন্য ক্ষতিপূরণ ও মানহানি(আমি আইন খুব একটা জানিনা ,আন্তর্জাতিক আদালতে মানহানির মামলা করা যায় কি না জানি না । যদি যায় তাহলে করা উচিত ) জন্য বিশ্বব্যাংকের বিরোদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত । ইতোবৎসরে আমাদের বিপুল পরিমাণ ব্যয় হয়েছে । আর কতো হীন,অন্যায় আচরণ করবে এই দেশের প্রতি । কারণ আগেই বলছি মহামন্দার এই সময়ে বিশ্বব্যাংকের নিজেরই অফিস ব্যয় সামাল দেয়ার সাধ্য নেই ।

আবার ৠণ দেবে ! সব কিছুই ভেলকি বাজি । কিন্তু দুঃখের বিষয় আমরা পারলাম নিজের সার্মথের উপর বিশ্বাস রাখতে । আমাদের বুঝার ক্ষমতা নেই অথবা বুঝে ও না বুঝার ভান করি ফলে সুকৌশলে এই নিষ্ঠুর রাজনৈতিক প্রতিষ্ঠান আমাদেরকে ফাঁদে ফেলে । আর ড্যান মজিনার কথা-বার্তা যেখানে বিরক্তির উদ্রেক সৃষ্টি করে,শুনতে কষ্ট লাগে ,সেখানে আমাদের নেই কোন অগ্রসৈনিক এই সুস্থ মস্তিষ্কের পাগল কে থামানোর জন্য । সবাই কেন তোয়াজ করে চলে ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.