আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বব্যাংকের গবেষণা ভিত্তিহীন

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ নিয়ে বিশ্বব্যাংকের গবেষণা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. আকবর আলি খান। তিনি বলেন, বিশ্বব্যাংক এমন সব উৎস থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করে, যাতে বাংলাদেশের বাস্তবতা প্রতিফলিত হয় না। ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) 'বাংলাদেশ ২০১৩ : গভর্নেন্স, ট্রেন্ডস অ্যান্ড পারসেপশন' শীর্ষক গবেষণা প্রকাশনা অনুষ্ঠানে গতকাল তিনি এসব কথা বলেন। পিপিআরসি আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির দেওয়া বক্তব্যে সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলেন, 'বাংলাদেশে সুশাসনের ঘাটতি রয়েছে এ কথা ঠিক। কিন্তু বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আমাদের নিজস্ব মানদণ্ড দরকার।

এ ক্ষেত্রে বিশ্বব্যাংকের মানদণ্ড আমাদের জন্য প্রযোজ্য নয়। ' এই অর্থনীতিবিদ বলেন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। সম্প্রতি বিশ্বব্যাংক বাংলাদেশ নিয়ে যে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এ উপদেষ্টা আরও বলেন, গবেষণার জন্য বিশ্বব্যাংক যেসব উৎস থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে, তা আরও বাস্তবসম্মত হতে হবে। কারণ বিশ্বব্যাংকের সংগৃহীত তথ্য-উপাত্তে বাংলাদেশের প্রকৃত চিত্র বা বাস্তবতা প্রতিফলিত হয় না।

পিপিআরসির নির্বাহী সভাপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন আহমেদ, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার, অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর প্রমুখ।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.