বিশ্বব্যাংকের সততা বিভাগকে ‘অপদার্থ’ আখ্যায়িত করে সেটি বন্ধের দাবি তুললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বিশ্বব্যাংকের মতো একটি প্রতিষ্ঠানে এ ধরনের অপদার্থ বিভাগ থাকার কোনো অধিকার নেই দাবি করে অর্থমন্ত্রী বলেন, ‘আজকে পর্যন্ত বিশ্বব্যাংকে সততা বিভাগ (ইন্টিগ্রিটি ইউনিট) বলে যেটি বিদ্যমান রয়েছে, সেটি অবশ্যই রাবিশ (ইটস মাস্ট বি রাবিশ)। এটা নিয়ে আমি সারা জীবন কথা বলব। এটাই আমার প্রতিজ্ঞা (দ্যাটস মাই প্রমিজ)। ’
মুহিত আরও বলেন, ‘সরকারে থাকি আর না-ই থাকি, এ রকম একটি অপদার্থ ইউনিট থাকার কোনো অধিকার নেই।
ইন্টিগ্রিটি ইউনিটের একটি ওয়েবসাইট আছে। আপনারা সেখানে দেখেন এটি কী কাজ করে, কীভাবে করে। ’
বাংলাদেশের অর্থনীতির হালচাল তুলে ধরতে পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে আজ রোববার অর্থমন্ত্রী এসব কথা বলেন।
পদ্মা সেতুর দুর্নীতির বিষয়ে কথা বলার একপর্যায়ে আবুল মাল আবদুল মুহিত বিশ্বব্যাংকের সততা বিভাগটি নিয়ে এ ধরনের মন্তব্য করেন। তখন সেখানে উপস্থিত ছিলেন পদ্মা সেতু প্রকল্পের শুরুতে সততা পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, যাঁর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের বাংলাদেশের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।