আমাদের কথা খুঁজে নিন

   

অন্তহীন

আকাঙ্ক্ষা কেবলই বাড়ে, বেড়েই চলে ক্ষণে ক্ষণে অনেক পেয়েছি তবু কতকিছু পাওয়া হয় নাই যদিও জানি না আজও আসলে কী চাই... এখন সময় হলো বানপ্রস্থে যাবার- চলে যাব বনে। বন্ধু সতীর্থ যারা ছিল, ইতোমধ্যে অনেকে গতায়ু নিয়ত আশঙ্কা জাগে, কখন হাওয়ায় মিলায় পিতৃদত্ত স্বল্প প্রাণবায়ু তবুও তো হতাশার দীর্ঘশ্বাস চেপে শুধুই স্বপ্নের দৃশ্য ভেসে আসে মনে। নাগরিক আকাঙ্ক্ষার এইসব প্রলোভন ছেড়ে এবার চলেই যাব বনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।