যা কিছু আছে মনে উজাড় করে দাও,
আমি বসে এইখানে, তোমাদের জন্যে
রাতের আধারে আলো হয়ে রবো
আমায় পাবে তোমাদের জন্য,খোজো!
আমি আমার কথামালা নিয়ে
তোমাদের পানে চেয়ে আছি দুওে,
তোমরা শুনবে কি?সময় নিয়ে এসো,
আমি বসে রবো বালুচওে ।
সাগরের ফেনা ঢেউয়ে বাসে
মাছেদেও ভগ্নাংশ আধার রাতে
অমবস্যায় চাঁদ খুজি,তোমরা খোজো
এই আমায় ধোয়াটে আকাশ প্রভাতে।
ধোয়াটে আকাশ প্রভাতে আমি থাকবো
মেঘের দিকে তাকিয়ে ভাববো।
ভাববো কি আর বলো,তোমাদের ছাড়া,
তোমরা বৃষ্টির গন্ধে মিশে আছো।
আমায় একা রেখে চলেছো অজানায়
যেখাণে ঘাসফুল জানায় অভ্যর্থনা
খুজে ফিরি গাছের পাতায় তোমাদের,
আমি শিকড় উপড়ে ফেলি,তোমরা কি জাননা?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।