http://www.facebook.com/reyad.parvez.3 আমি যেবার সব গুছিয়ে নিলাম- ঠিক সে বারই, তোমার একটা ফোনে- আমার সব এলোমেলো হয়ে গেল. মিল হয়ে গেলো নীলনদের শ্যাওলা ধরা পুরোন বাতাসদের- গাঢ় নীল আকাশের বুকে সোনালী চিলের ডাকে এবার আর মৃত্যু খুঁজে পেলাম না. তবে কি তুমিই মৃত্যুর সম্পূর্ণতা ছিলে? অবশ্য,বলেছিলে- শীতের রোদমাখা চড়ুইকে হাতের এক ঝাপটায় আকাশের নীলে উড়িয়ে দেবে- সরিয়ে নেবে চড়ুইয়ের এল্যুমুনিয়ামের ধাতব খাঁচা. হৃদয়হীন নগরের রাস্তায় রিকশায় ভেসে আমার সাথে প্রেম করে বেড়াবে- প্রচন্ড শীতে- এই মাটির পৃথিবীতে- কুয়াশার প্রতিটি বিন্দুতে তুমি উত্তাপ ছড়াবে- আজ আবার তোমার ফোন এলো. যেসব নক্ষত্র আকাশের বুকে,আগাছালো বাসা বাঁধে- উদ্দেশ্যহীন নীল আলোয় আকাশের বুকে- অজস্র নকশা কাটে, তাদের মত নিজেকে গুছিয়েও- শুধুমাত্র তোমার একটি- একটি ফোনে- আবার সব এলোমেলো হয়ে গেলো.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।