অন্তহীন পথচলা
বহুযুগ ধরে বহু পথ ঘুরে এসে
একটুকু সুখের প্রত্যাশাকে জাগ্রত রেখে
যখন নিজের মুখচ্ছবিকে আয়নায় দেখে
অবলোকন করি আমি-
এ আমি কোথায় পড়েছি এসে
যেখানে মানুষে মানুষে গিঞ্জিময় , শুধু কোলাহল
আর চিৎকার
তখন খুব কষ্টে মনে হয়
আমার এ পথচলা ভুল পথের সাথে গেছে মিশে
আজ আমি অনেক পথ ঘুরে অনেক জনপথ চষে
কিছু সৃতির পটে রেখেছি একে
আর কিছু দিয়েছি মুছে মনের ডাইরী থেকে
আজ কেন যেনো মনে হয় বহু জনপথ ঘুরে
কিছুই পায়নি আমি
কিছুই হয়নি এখনো ।
কিছু নতুন পথ আর নতুন জনপথ ছাড়া
মনের গহীনে কিছুই নেই সঞ্চিত
যাকে খুজে পেতে
আজ আমার এ অন্তহীন পথচলা
আজ্ও সে অনাবিস্কৃত রয়ে গেছে
তব্ওু আমার এ অন্তহীন পথচলা
কখনো থেমে যাবে না
কখনো না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।