এ জগতে তাই যত কিছু পায় তৃপ্তি আমার নাই অন্যের ধন দেখে কেন আমি করি শুধু হায়হায়! ব্যস্ত শহরে অসংখ্য মানুষ মানুষের ভীরে হারায় মানুষ তবু নিঃসঙ্গ একাকীত্ব এবং নির্জনতার নীল চত্বর ঘেঁষে হেটে চলে ঘুম হীন চোখের আততায়ী দুঃখ বিলাস। খুব সহজেই নিশানা করে আমার অস্তিত্ব শব্দহীন গুলির কাতর যন্ত্রণায় কেঁদে কেঁদে ফিরি মস্তিকে রক্তক্ষরণ হয়ে অবচেতন মনে পড়ে থাকি আরেকটি কষ্ট কাঁধে তুলে নেবার দৃঢ় প্রত্যয় আছে বলে অন্তহীন এই পথে কেউ কেউ একা ভীষণ একা তোমার এই কোলাহল পূর্ণ লোকালয় জুড়ে আমার একাকীত্বের বসবাস তবু জানলে না-অন্তহীন এই পথে কেউ কেউ একা, ভীষণ একা!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।