আমাদের কথা খুঁজে নিন

   

♫অন্তহীন - এলিটা এবং মাহাদী'র অসাধারণ একটি গান। অন্তহীন এলবামের...

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

গানটা বেশ কয়েকমাস ধরেই ছিল কম্পিউটারে।

কিন্তু কখনো শোনা হয়নি। সেদিন ভূল করে এমপিথ্রি-তে কপি করে ফেললাম। লোডশেডিং-এর সময় ছাড়লাম। অসাধারণ লাগলো। লিখে ফেললাম গানের কথাগুলো।

শেয়ার করছি আপনাদের সবার সাথে। আশা করি সবার ভাল লাগবে। । । লিরিক্স::: এসো হাত ধরো হাতে, চলো অন্তহীন পথে; এসো তুমি আর আমি, দু’চোখে স্বপ্ন হয়ে নামি।

এসো হাত ধরো হাতে, চলো অন্তহীন পথে; এসো তুমি আর আমি, দু’চোখে স্বপ্ন হয়ে নামি। রেখোনা বারণ তুমি করোনা মানা, ফুলেরা পথে সাজায় বিছানা; রেখোনা বারণ তুমি করোনা মানা, ফুলেরা পথে সাজায় বিছানা; শাসন-বারণ কিছুই থাকবেনা, থাকবে হারিয়ে যাওয়ার ঠিকানা; এসো তুমি আর আমি, দু’চোখে স্বপ্ন হয়ে নামি। হেমন্তের রোদ আলতো ছায়া, জোছনা ভাসায় পূর্ণিমা রাত; হেমন্তের রোদ আলতো ছায়া, জোছনা ভাসায় পূর্ণিমা রাত; দেখবো প্রথম সূর্যালোকে, দূ’জনে প্রথম প্রহরে; দেখবো প্রথম সূর্যালোকে, দূ’জনে প্রথম প্রভাত; এসো তুমি আর আমি, দু’চোখে স্বপ্ন হয়ে নামি। ডাউনলোড লিংক::: ♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫ (ক্লিক করলেই সরাসরি ডাউনলোড শুরু হয়ে যাবে...)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।