যে মেয়েটা প্রতি রাতে বদলায় হাতে হাতে ,
তার অভিশাপ নিয়ে চলাই জীবন......। ।
অসাধারন বাস্তবধর্মী এরকম কিছু গানের জন্য নচিকেতা অমর হয়ে থাকবেন।
বাংলাদেশের মত একটা দেশে পতিতা বৃত্তি একটা অভিশাপ। অথচ এর জন্য কোন সরকারি ব্যবস্থা নেই।
সরকার কয়েকটি পতিতা পল্লীকে বৈধটা দিয়েই দায়িত্ব শেষ করেছে। কিন্তু পতিতা পল্লীকে বৈধতা দেয়ার মত আত্মঘাতী সিদ্ধান্ত না নিয়ে ওদের বিভিন্ন ভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করাটাই বুদ্ধিমানের কাজ হত। কিন্তু ওদের জন্য কার মাথা ব্যথা নেই কারন ওরা যে পতিতা। ওদেরকে কেউ মানুষ মনে করে না । কিন্তু ওরাও যে দেশের মানুষ ।
কোন মেয়ে ইচ্ছা করে কখনও এই পেশায় আসে না। কিন্তু এই একটি সমস্যায় যে সমাজকে নানাভাবে দুষিত করছে। পরোক্ষভাবে অনেক সমস্যার সৃষ্টি করছে তা কি আমরা কেউ ভেবে দেখেছি। কই দেশের সেরাম বুদ্ধি জীবীদের তো এই সমস্যা নিয়ে কথা বলতে খুব একটা দেখা যায় না । কারন পতিতা নিয়ে কথা বললে তো মান যাবে !! মানুষ কি ভাববে, তাই না ? ধিক এসব সুশীল সমাজদের যারা শুধু নাম কামানোর জন্য একটা রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করে পত্রিকায় কলাম লিখে।
আমি হেফাজতের দাবি মেনে নিলেও কিছু কিছু বিষয়ে তাদের অন্য মনস্কতা আমাকেও ব্যথিত করে। পতিতা বৃত্তি দূর করা, অবাধে অশ্লীল সিডি বিক্রি করা, সিনেমা হলে নোংরা ছবি বন্ধ করা । এসব আন্দোলন করলে আমার মনে হয় এমন একজন মানুষও পাওয়া যেত না যারা এর বিরোধিতা করত । ওরা কি এ ধরনের সামাজিক আন্দোলন করে ওদের গ্রহন যোগ্যতা আরও বাড়াতে পারত না ? এগুলোও তো ইসলামের জন্য খুব ক্ষতিকর সংশ্লিষ্ট বিষয় । হেফাজত গ্রহন যোগ্যতা পেতে চাইলে শুধু রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আন্দোলন করলেই চলবে না ।
পরিশেষে বলতে চাই... জাতিকে কে এই অভিশাপ থেকে মুক্ত করতে না পারলে প্রকৃত সুখ জাতির জীবনে কখনই আসবে না । দল, মত , রাজনীতি নির্বিশেষে সবাইকে মনযোগী হতে হবে .........। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।