আমাদের কথা খুঁজে নিন

   

পতিতা



প্রতিদিনের মত সন্ধ্যা নামে আজও, সমস্ত দিনগুনে ফিরে আসে সে কাজও। আয়োজনে ব্যস্ত সময় পার করে, সবটুকো লজ্জা ফেলে নির্লজ্জ ধার করে, বেড়িয়ে পরে শরীরখানি পথে পথে। কোন পথের ঠিকানায় উৎসুক নেত্রে, তাকিয়ে থাকে চোখদুটি বিশেষ ক্ষেত্রে। অন্ধকার মাঝে কিছু জ্যোৎস্নার আলো, জীবনে এমন হিসেব কষতে লাগেনি ভালো। তবুও ঘরে ফেলে আসা বৃদ্ধ বাবা, একটি পুত্র, অনাহারী মাÑ বোন, বারবার যেন আঘাত করে হৃদয়ে।

বাঁচা ও বাঁচানোর জন্য কি আছে মিছে ভয়ে। যখন আসে মোর কাছে কেউ সুখ নেশায়, সুখ কেনে টাকা দিয়ে, আমি থাকি পেশায়। এ সমাজে অনেক জড়তার মাঝে, একটি জড়তা রয়েছে মোর এ কাজে। তবুও জীবন বুঝি বাঁচার পথ খুঁজি, বাঁচানোতেই মোর এই পথ দেয় রুজি। কিন্তু দুঃখ হয়, সে নিজের জন্য নয়, তাদের বিলাসী জীবন যেন কথা কয়।

নির্বোধ এর মত যত্রতত্র করছে সম্ভ্রমহানি, নির্বাক হয়ে তাকিয়ে আছে সে জীবনখানি। যাদের নেই বাঁচা ও বাঁচানোর সাধ, তাদের হৃদয়ের মাঝে থাকে বিশাল খাদ। মানুষ নামের অর্থ তবু আমি বুঝি, মানুষ হয়েই জীবনের সে পথখানি খুঁজি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।