আমাদের কথা খুঁজে নিন

   

পতিতা

পড়,জান,জানাও

আমি আজ ভুলে গেছি আমার নিজের শরীরের গন্ধ ভুলে গেছি আমার ময়ের শরীরের গন্ধ। আমি এখন ঝকমক ডিপার্টমেন্টাল স্টোরের মতো সেজে থাকি রাস্তার ধারে যদি কেউ কেনে আমার পন্য। আমার জন্ম আমি জানিনা , জানিনা আমার শেকড়, শুধু জানি অন্ধ কুঠুরিতে আর নিষিদ্ধ পল্লীতে আমার জন্ম, শিশু থেকে কৈশোর দেখেছি খোলা বক্ষ আর পুরুষ বেশী লোভী দুই চোখ, তাই যৌবন পাবার আগেই খুলতে হ্য় আমার বক্ষ আর খাদ্য হতে হ্য় নেকড়ের। আমি খাদ্য হই প্রতিদিন প্রতিক্ষন, আর ভাবি হতে পারে এদের মধ্যে কেউ আমার বাবা, আমি ঘৃনা করি ঐ বাবা ডাক কে কিন্তু খুব ইচ্ছা করে বাবার হাত ধোরে হাটতে। প্রথমে আমি কাদতাম কিন্তু একন আর কাদিনা, ভাবি আমি ভোগ করতে পারি অসংখ্য পুরুষ শরীর, বহু নারী ভোগ করার ক্ষমতা শুধু পুরুষ কেই দাও নি বিধাতা, বহু পুরুষ ভোগ করার ক্ষমতা দিয়েছ পতিতাকে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।