বিধাতা, কোন বিচারে দেবে আমায় সাজা?
এইযে আমি, বিকেল হতেই রাঙাই অধর
মনকে দিয়ে পাখড় চাপাঁ
এইযে আমি নিখর দেহে লুন্ঠিত হই বেলা আবেলা,
পবিএ ভোরে পবিএ জল খুজি, থুজি মন্ত্র পবিএ হওয়ার।
আমায় বলছো কুলটা, কলংকিনী, অথবা পথ ভ্রষ্টা " পাপি"
কত কত বিষেশন, কতযে জ্বালাময়ী ঘৃনা
তোমার ঘরের যিশু পুরুষকে পংকিল করার যাতনা,
আমি বসে ভাবি, যিশু পুরুষ, তোমায়তো আমি পথে ডাকি নি
আমার পথে এসেছো তুমি, চীর শুদ্ধ তুমি, আমি কলংকিনী।
নাম হারিয়ে আমি আজ "পতিতা"
দগদগে ঘৃন্য পরিচয়, সুশিল সমাজের ময়লা্...
আমার মায়ের নামে আমার নাম!একই নামে আসবে কন্যা
হায় বিধাতা, কি নিঃষ্ঠুর তোমার এই গননা,
কোন বিচারে দেবে আমায় সাজা?।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।