আহসান জামান একদিন মনের গোপন গৌরব খুলে গ্রীষ্মবিকেলের ফিরফিরে হাওয়াদের সাথে হাঁটতে হাঁটতে ভুলে যাবো নিত্যদিনলিপি। ভুলে যাবো পুরানো পিতামহদের নাম-ধাম, সবুজ ধানক্ষেতে বাতাসে ঢেউয়ের স্পর্ধায় খিল-খোলা জানালায় ভেসে যাবে শৈশবের কবুতর। নিঃসঙ্গতার অসুখে খুলে যাবে জটিল স্নায়ুদের কলকারখানা। একদিন নদীরা যেমন গতিরোধের পলি টেনে আনে, পাখিরা ফিরে আসে ঘরে; অন্ধকারে। যাযাবর ক্লান্তির স্নানে ভিজে ডুবে যায় শহরের নির্জন প্লাটফর্মে হেঁটে হেঁটে শ্রান্ত করে; অতীতের অসংখ্য ভুল। একদিন প্রবল বর্ষায় ফিরে এসে ভুলঘরে কী নাম ধরে ডেকে যায় চোখের অনাথজল আর গোপন জানালা খুলে কুঁড়ায় বেদনার ফুল; মাটি ও মৃত্তিকায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।