যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে একদিন বাস্তব,একদিন স্বপন একদিন জন্ম,একদিন মরণ; আবার কয়েকটা রাত সংগম, কিছুদিন বেঁচে থাকা; ঝেঁকে আসা প্রলাপের তামাসা। অল্প কিছু দৌড় ঝাপ, হাতড়ানো সূর্যস্নান; দীঘির জলে শাপলা শালুক আর নীড় খুঁজা পরশের টান। একদিন জন্ম,একদিন মরণ একদিন ভালবাসা,একদিন হনন; ভালো লাগায় দাড়ি টানা, কাশফুলে খেলে প্রেয়সীর ওড়না । জানালার গ্রিল ভেঙ্গে মন যে ক্যান পালায় না! ঝড়ের রাতে মোহনায় উড়ে যায় স্বপ্নের ডানা। একদিন ভালবাসা,একদিন হাতে হাত রাখা একটা অস্থির চুম্বন,একদিন ভুলে যাওয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।