আমাদের কথা খুঁজে নিন

   

কোন একদিন

একদিন, কোন একদিন কেউ না থাকুক এই একটা পথে । রাগ ,দুখ,কষ্ট সব এক পথেই এসে মিলে যাক। আমরা আলাদা হই এমন কোন রাস্তা না থাকুক। সব রাস্তা আমাদের মিলিত করবার চেষ্টায় । এই যে তুমি চলে যাচ্ছ ,একটু একটু করে ,তোমাকে ডাকাও যায়না ।

মেসেজ ও ওয়েটিং । কতটা দূরে ............কল ছেড়ে কয়বার তোমার নাম নিলাম,ডায়রিতে লিখে নিলাম ,এটাও ভালোলাগা ভালোবাসা । ব্যাক টু রাস্তায় , অনেক সময় পাশাপাশি না থাকাটাও ভালোবাসা হয়ে যায়,তুমি কোথাও আছো ভেবে অনেক চোখ কাটিয়ে খুজে নেওয়া বা না পেয়ে গম্ভীর ভাবে তুমি যে কই ?? নাহ এখন সত্যি তুমি নেই । অনেক কিছুর পরও,কোন আশা নেই জেনেও আবার স্বপ্ন দেখা ,কই পাই এত ভরসা ?এত বিশ্বাস ? হাজার কাহিনীর পরও সেই ভালোবাসাই শক্তি দেয় ,সুপার ম্যান হওয়ার । একদিন একই রাস্তায় আবার দেখা,দেখো এখানে ফিরতি পথ নেই ,আলো আছে,মায়া আছে ,তুমি আছো ,আমি আছে,তারপর জানি তুমি কোথাও যাবানা ,থাকবা অবশ্যই থাকবা ।

সুপার ম্যান আর ওম্যান ভালোবাসা জারি থাকুক ,থাকুক । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.