আমাদের কথা খুঁজে নিন

   

একদিন কাটানো যেন কেয়ামতের একদিন কাটানো!!!!!!!!!!

-----

ছোট বেলায় দেখতাম কারোর বয়স অনেক বেশি হয়ে গেলে বা খুব বেশি অসুস্থ হয়ে পরলে বাসায় হুজুর ডেকে এনে তওবা পড়ানো হত। সেই লোকটা কিছুদিন পর মারা গেলে ভাবতাম, কাওকে তওবা পড়ালেই অথবা সবার কাছে থেকে নিজের ভুল ত্রুটি ক্ষমা অর্থাৎ শেষ বিদায় নিলেইসে মারা যায়!! বড় হয়ে বুঝতে পারলাম , শেষ বিদায় বা সবার থেকে বিদায় নেওয়া মানেই মরে যাওয়া নয় বরং মানুষের কাছে থেকেজীবনের সকল ভুলের ক্ষমা নেওয়ার একটা অসিলা মাত্র। এখন আর শুধু বৃদ্ধ মানুষ কে নয়। শিশু হতে যুবক সবাইকে বাড়ি থেকে বের হওয়ার সময় তওবা পড়ে পরিবারের সবার কাছে থেকে শেষ বিদায় নিয়ে বের হতে হয়।বাড়ি থেকে বের হওয়ার সময় প্রার্থনা করে একটি স্বাভাবিক মৃত্যুর আর সুষ্ঠুভাবে বাড়ি ফিরে আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া জানায় অক্ষত অবস্থায় বাড়ি ফেরার জন্য। অবশ্য এতে একটা পজিটিভ দিক সৃষ্টি হয়েছে, তা হল- আগে মানুষ সুষ্ঠুভাবে বাড়ি ফিরে ও আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলে যেত, এখন অবশ্য এ ভুল কেউ করে না!! :v -- একটি দিন বাইরে কাটিয়ে অক্ষত অবস্থায় ফেরা আর কেয়ামতের একটা দিন কাটানো এখন সমান অবস্থা প্রায় ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.