আমাদের কথা খুঁজে নিন

   

মাহমুদুর রহমান ও সরকার

অপরকে মানুষ মনে করেন তাহলে নিজেও মানুষ হতে পারবেন। সরকারের কিছু অসংগতি যা জনগণের নিকট সরকারকে প্রশ্নবিদ্ধ করতে পারে এমন কিছু জনস্বার্থে প্রকাশ করার কারনে যদি কোন ব্যাক্তিকে শাস্তি পেতে হয় একটি গনতান্ত্রিক রাষ্ট্রে তবে সে সরকারকে কি গনতন্ত্রপন্থি বলা যাবে??? আচ্ছা ধরে নিলাম সরকারের এই অসংগতি সরকারকে প্রশ্নবিদ্ধ করবে না কিংবা জনগনের নিকট এর কোন ভিত্তি নেই। । তবে কেনো এই কারনে মাহমুদূর রহমানকে গ্রেপ্তার ও শাস্তি দেওয়া হবে??এতে কি বাক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ হল না??? এদিক থেকে সরকারের এই মামলাটি প্রশ্নবিদ্ধ। ।

এবার দেখা যাক অন্য মামলাগুলো। । গাড়ি পোড়ানোর মামলাটি অত্যেন্ত হাস্যকর। কোন পত্রিকা সম্পাদক নিশ্চয় এই গর্হিত কাজটি করতে যাবে না হোক সে রাজনৈতিক ব্যাক্তিত্ব। ।

এটিও প্রশ্নবিদ্ধ। ধর্মীয় অনুভূতিতে আঘাত। । হ্যাঁ,এই কারনে তাকে শাস্তি পেতে হবে। ।

(আমি আমার দেশ পত্রিকা পড়িনা তাই জানিনা সে কি লিখছে। । তারপরও স্কাইপ আলোচনাটি পড়েছিলাম) ক্ষমতার শেষ দিকে এসে সরকারের এমন বেপরোয়া মামলা সরকারের জনপ্রিয়তাকে আগের চেয়ে অনেক কমিয়ে দিচ্ছে বলে আমি মনে করি। । সরকারের কিছু সফলতা যা এই অবাস্তব ও প্রশ্নবিদ্ধ মামলার নিচে চাপা পড়ছে।

। সরকারের এসব ব্যাপারে আরও যত্নশীল হওয়া প্রয়োজন। । কারন শেষ ভাল যার সব ভাল তার। ।

আর মানুষ কিন্তু শেষগুলোয় বেশী মনে রাখবে। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.