আমাদের কথা খুঁজে নিন

   

তুমি বদলে গেছো....... আমিও

সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকেরই প্রাপ্য,যার হিসাব অত্যান্ত সুক্ষ্য এবং সম্পূর্ন নির্ভুল। শুনেছি তুমি বদলে গেছো আগের মতো নেই আমিও মেনে নিয়েছি আমার দূর্ভাগ্য কেই এখন আমি হাসতে জানি বাচতে শিখি রোজ চাওনা তুমি তাইতো নেইনা তোমার খবর খোজ তবুও আমার কথা পড়লে পড়ে সন্ধ্যা তারা দেখো আমি আগুন বুকে ভাল আছি তুমিও ভাল থেকো তোমার আমার প্রেমে ছিল তুমুল বোঝাবুঝি আজও মাঝ রাতে স্মৃতির চাদর তোমার স্পর্শ খুজি ভালবাসার উষ্ণতাটা আগুন হয়ে গেল তুমি আমি দুজন মিলে হলাম এলোমেলো এক জীবনের ভালবাসা দিয়ে গেল ফাকি উড়ে গেছে খুব আদরের পোষ মানানো পাখি হয়তো বেশি চেয়েছি বলেই সব হারিয়ে গেল তুমি আমি দুজন মিলে হলাম এলোমেলো তবুও আমার কথা পড়লে পড়ে সন্ধ্যা তারা দেখো আমি আগুন বুকে ভাল আছি তুমিও ভাল থেকো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.