অব্যক্ত বক্তব্যের ধারাবাহিক চলন,,
সমাজ ও সংস্কৃতি আমাদের বেঁচে থাকা ও জীবনের সঙ্গে অতপ্রোতভাবে জড়িত। ।
সমাজ ও সংস্কৃতির ধারক ও বাহকের মধ্যে একটি অন্যতম উপাদান হলো পোষাক। ।
আমাদের ভারতবর্ষে পাঞ্জাবি, ধুতি, শাড়ি ইত্যাদি পোষাকগুলোর একটি স্বকীয়তা রয়েছে।
।
পৃথিবীর অন্যপ্রান্তে গেলেও ভারতবাসীর এই পোষাক আমাদেরকে আলাদা করে রাখে। ।
কিন্তু আজ সত্যিই আতকে উঠলাম প্রথম আলের উপরের দেয়া ছবিটা দেখে। ।
আমাদের দেশের বেশিরভাগ মানুষ এখনো মধ্যবিত্ত। । পরিবারের সকলে মিলে একটি পত্রিকা পড়ে। ।
ঐ ছবিটা কি কোন পিতা-মাতা ও সন্তানদের একসঙ্গে দেখা সম্ভব?
আমাদের কোন সংস্কৃতিতে ঐ পোষাকের উদাহরন পড়ে?
প্রথম আলো'র স্লোগান-- ''বদলে যাও বদলে দাও''
এই ছবিটা কি বদলে দেবার আয়োজন??
আমাদের সংস্কৃতিকে ভেঙে অপসংস্কৃতির আগমন??
আমাদের শালীন সভ্যতা ভেঙে নগ্নতা?
সবশেষে দেখা গেলো-ছবিটার ক্যাপশনে দেখা লিখেছে গরমের কারনে নাকি ঐ পোষাক পড়েছে!!!
এখন কি এতটাই গরম নেমেছে যে,, অর্ধনগ্ন পোষাক পড়তে হবে??
তাহলে একটা অনুরোধ করছি---
প্রথম আলো যেহেতু এই জিনিসটি'র প্রতিনিধিত্ব করছে,, কাল থেকে তার সব সাংবাদিকদের জাঙ্গিয়া ও ব্রা পড়ে অফিস করার অনুরোধ করছি।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।