কাঁদছো !! কান্নাতে তোমাকে দারুণ দেখায় !
সম্প্রতি বেশ সাড়া ফেলেছে শপথ গ্রহণ । স্কুল-কলেজ, অফিস-আদালত সব জায়গাতে সবাই শপথ গ্রহণ করছেন। সবাই কথা দিচ্ছেন বদলে যাওয়ার ব্যাপারে । অঢেল অর্থ ব্যয় করে কতগুলো মানুষকে বদলানো গেছে সেই তথ্য আমার জানা নেই । সারা দেশে চলছে শপথ গ্রহণ মহাসমারহে।
আমরা সবাই কথা দিচ্ছি যেমনটা আগেও দিয়েছি। কথা দেয়ার মানুষের আজকাল অভাব হচ্ছে না । একটু প্রথম আলো পাতায় চোখ বোলালে মিলে যাবে । কিন্তু কথা দিয়ে কথা রাখার কোন সংবাদ নিয়ে কেউ কোনদিন প্রথম আলোতে লিখতে আসে নি। আসবে কিনা তাও জানা নেই।
আমি শপথগুলো পড়ি আর ভাবি । আমরা মানুষ একটা গোলক ধাঁধায় পড়ে আছি , কেননা আজ আমরা যে শপথ করছি । সেই শপথ আগেও বহুবার করেছি । বারবার ঘুরে ফিরে একই শপথ নিচ্ছি । সবাই আমরা শপথ নিচ্ছি এটা করব ওটা করব।
কেউ কি সেটা করছি ? এই ভাবে শপথের কথা বলে লোক দেখিয়ে ঢাক ঢোল পিটিয়ে কার বা লাভ হচ্ছে আমার জানা নেই । অথচ এর বদলে স্কুল-কলেজের দূর্বল ছাত্র-ছাত্রীদের ইংরেজী ভীতি দূর করতে ভালো শিক্ষক কিভাবে দেয়া যায় কিংবা পদ্ধতি কিভাবে বদলানো যায়, প্রতিবছর অনেক ছাত্র-ছাত্রী শুধু মাত্র ইংরেজীতে অকৃতকার্য হচ্ছে । এর জন্যে আমরা কেউ কিছু করতে পারছি না । আমরা শুধু শপথ করছি ভালো করে লেখা পড়া করব । যেটা কম বেশী সবাই করছে ।
অতঃপর রেজাল্ট শূণ্য । এরকম অনেক কাজ আমাদের অবশিষ্ট । এখানে শুধু একটি মাত্র উদাহরণ দেয়া হল। সর্বশেষ কথা , নিজেকে বদলানোর সবচেয়ে বড় হাতিয়ার নিজের শিক্ষা। অন্যথায় কোনভাবে বদলানো সম্ভব না ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।