ফ্রেমে ফাগল....
প্রথম আলোর সেলিং শ্লোগান হইল বদলে দাও বদলে যাও। আর বিডিনিউজটুয়েন্টিফোরডটকম এর শ্লোগান হইলো সবকিছু বদলে দিতে নেই। এই দুই শ্লোগান এর মধ্যে পরেরটা প্রথমটারে ঠ্যাশ দেয়ার জন্য তা বোঝা যায়। পরিবর্তন আসলে নির্ভর করে বস্তুর আভ্যন্তরীন নিয়ামক আর বাহ্যিক নিয়ামকের উপর ভিত্তি কইরা। পরিবতর্ন ইউনিভার্সাল বিষয়।
ব্যক্তি বা বস্তুর আভ্যন্তরীন নিয়ামকের গতিপ্রকৃতি সবসময়ই পরিবর্তনশীল; বাহ্যিক অনুসঙ্গ গুলি কখনও কখনো অভ্যন্তরীন পরিবর্তনকে তরান্বিত করে অথবা বাধা গ্রস্থ করে।
বস্তু বা ব্যক্তি বা উভয়ের নিজস্ব পরিবর্তনের রূপকে ম্যানিপুলেট করার চেষ্টা এই প্রথম আলোর। আর সেই সাথে প্রথম আলোর এই বদলকামী কর্মকান্ডকে প্রভাবিত (পজিটিভ অথবা নেগেটিভ) করার জন্য বিডিনিউজের এই শ্লোগান।
একটা কাগজের দৈনিক আর অনলাইন নিউজ সার্ভিসের মধ্যে বড় পার্থক্য হইল কাগজের দৈনিকের পাঠক সংখ্যা বেশী আর সেই শুমারদন্ডে অনলাইন নিউজের পাঠক সংখ্যা খুবই কম। আমাদের দেশে প্রথম আলো যতখানি প্রভাবশালী তার ধারেকাছে বিডিনিউজ নাই এইটা বোঝা যায় তবে তাদের প্রভাবশালী হওয়ার আকাঙ্খা প্রবল।
অবশ্য প্রভাবশালী হইতে চায় না কোন শালা? কিন্তু বিডিনিউজের এই রনকৌশল অনেকটা অ্যাগ্রেসিভ।
প্রোডাক্ট যখন সংবাদ তখন এই অপরের শ্লোগানের রণকৌশল বিক্রি-বাট্টা বাড়ায় কি-না তাতে সন্দেহ থেকে যায়।
এ-যেন সমসাময়িক রাজনীতির প্রতিচ্ছবি দেখিতেছি আমাদের নিউজ কালচারে। হায় প্রোপাগান্ডা... হায় রণকৌশল!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।