আমাদের কথা খুঁজে নিন

   

বদলে গেছেন মেহরাব: চলুন আমরাও বদলে যাই



মহিউদ্দিন পলাশ নামে একজন লিখক গত ১লা এপ্রিল দৈনিক যুগান্তরে লিখেছেন: ‍''নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মেহরাব জুনিয়র। তার এ বদলে যাওয়া ক্রিকেটের ময়দানে নয় কিংবা তার ব্যাটিং স্টাইলে পরিবর্তন নয়। এ পরিবর্তন তার ব্যক্তি জীবনে। খেলার সময়টুকু বাদ দিয়ে মেহরাব জুনিয়র তার অবশিষ্ট সময় পাঁচওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি পবিত্র কোরআন শরিফ, কোরআন শরিফের বাংলা অনুবাদ, বুখারি শরিফ, মুসলিম শরিফ এবং অন্যান্য ইসলামী বই পড়ে সময় কাটান। সম্পূর্ণ ইসলামিক ধারায় দৈনন্দিন জীবনযাপন করে থাকেন।

২২ বছর বয়সী মেহরাব ‘এ’ লেবেলে অধ্যয়নরত। ভবিষ্যৎ ইচ্ছে চাকরি করার পাশাপাশি ইসলামকে আরও ভালোভাবে জানার। গবেষণা করার। তার জীবনে আরও পরিবর্তন এসেছে। টেলিভিশন দেখেন না।

নিজে সুন্দর গিটার বাজাতেন। ক্লোজআপ ওয়ান তারকা আরেক মেহরাব তার বন্ধু। নিজে গান লিখে তাতে সুর দিয়ে নিজেই গাইতেন। এখন তার ধারে কাছেও যান না। সব ছেড়ে দিয়েছেন।

ইসলামিক ধারায় জীবনযাপন করার আগে নিজের বিয়েতে ধুমধাম করে গায়ে হলুদ করলেও এখন কোন গায়ে হলুদের অনুষ্ঠানে যান না। খুবই কাছের ঘনিষ্ঠজন হলে শুধু মূল অনুষ্ঠানে যোগদান করে থাকেন। কিভাবে মেহরাব জুনিয়রের এ পরিবর্তন হল? খুব বেশি দিন হয়নি। সময়ের হিসাবে এক বছর হবে। পিস টিভিতে ড. জাকির নায়েকের ইসলামিক কথা মেহরাব জুনিয়রকে বিমোহিত করে।

তার চিন্তা-চেতনায় ব্যাপক পরিবর্তন আসে। তিনি বলেন, ‘দুনিয়ায় অনেক কিছুই লাভ করা যাবে। কিন্তু দুনিয়া কয়দিনের? গড়ে ৫০-৬০ বছর। আখেরাতের তুলনায় কিছুই না। ’ এই ৫০-৬০ বছরের জীবনেরও আবার ব্যাখ্যা দিয়েছেন মেহরাব।

বলেছেন, ‘কৈশোর পার হতে লাগে ১৫ বছর। ৫০ বছরের পর আবার বৃদ্ধকাল চলে আসে। হিসাব করলে ৩০-৩৫ বছরের জীবন। মুসলমানরা যেহেতু বেহেশত-দোজখে বিশ্বাস করে তাই এই ৩০-৩৫ বছরের জীবনের আনন্দ-ফুর্তির জন্য আখেরাতের সারাজীবনের জন্য কষ্ট করব কেন? নিজেদের সামান্য অবহেলার জন্য সারাজীবন পস্তাতে হবে। ’ মেহরাব বলেন, ‘আমাদের সমাজে ট্রেডিশন হয়ে গেছে যুবক বয়সে আনন্দ করে বৃদ্ধ বয়সে ইবাদত করা।

কিন্তু বৃদ্ধ বয়সে ইবাদত করা ছাড়া আর করার কি আছে?’ মেহরাব জুনিয়র কোরআন শরিফের আয়াত উল্লেখ করে বলেন, ‘আল্লাহতায়ালা মানুষ ও জীন সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। কিন্তু মানুষের কাছে প্রথম প্রাধান্য পায় অর্থ উপার্জন। মাঝে বন্ধু-বান্ধব ও পরিচিতজনরা ঠাট্টার ছলে হুজুর বলেন। কিন্তু মেহরাব তাতে কিছু মনে করেন না। এ প্রসেঙ্গ তিনি বলেন, ‘ধর্ম নিয়ে এভাবে বলা বিশেষ করে মুসলমানদের সাজে না।

মুসলমান হলেও অনেকেই নিজের ধর্ম সম্বন্ধে সঠিকভাবে জানেন না। পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তির মতোই আমাদের বাপ-দাদারা মুসলমান ছিলেন। তাই আমরাও মুসলমান। কিন্তু আমরা জানি না নামাজের সঠিক পদ্ধতি। জানিন না কিভাবে নবীজী নামাজ পড়তেন?’ দাড়ি-টুপিওয়ালা লোকদের বাংলাদেশে অনেকেই মৌলবাদী বলা প্রসেঙ্গ মেহরাব বলেন, ‘মার্সিডিজ সবচেয়ে দামি এবং ভালো গাড়ি।

ড্রাইভার যদি বলে গাড়ি ভালো না, তাহলে এটা কি বিশ্বাসযোগ্য? বুঝতে হবে আসলে ড্রাইভারই ভালো না। ঠিক তেমনি কেউ যদি দাড়ি রেখে টুপি পরে বাজে কাজ করে তাহলে টুপি বা দাড়ির দোষ নয়। দোষ সেই ব্যক্তির। কাজেই আমাদের বুঝে-শুনে মন্তব্য করা উচিত। ’ মেহরাব জুনিয়র চেষ্টা করেন পাঁচওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ার।

খেলার সময় তা সম্ভব না হলেও তিনি নামাজ কাজা করেন না। এক ফাঁকে ড্রেসিং রুমে নামাজ আদায় করে নেন। মেহরাব জুনিয়র বলেন, দলের অনেক সহকর্মী তার কাছে তার বর্তমান জীবন নিয়ে জানতে চান। তিনি তাদের বয়ান করেন। তার কথা শুনে অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন।

দলে অনেক ক্রিকেটার এখন পাঁচওয়াক্ত নামাজ পড়েন। তামিম ইকবাল ও এনামুল জুনিয়র কোরআন শরিফ পড়ছেন। মেহরাব যেন বাংলাদেশের ক্রিকেটের সাঈদ আনোয়ার। '' আমি মনে করি মেহরাবের বদলে যাওয়া তাঁর জীবনের জন্য একটি প্যারাডাইম শিফট। এ পরিবর্তন হলো জীবনের হাকিকত বা বাস্তবতার উপলদ্ধি।

এ পরিবর্তন ভূল পথ থেকে সঠিক পথে চলার গেটওয়ে। এ পরিবর্তন জীবনকে অর্থবহ করে তোলার সিঁড়ি । কারণ, আমাদের স্রষ্টা আল্লাহ তায়ালা মানুষকে একটি মহান লক্ষ্যে সৃষ্টি করেছেন। কুরআন পাকে আল্লাহ তায়ালা বলেন: ''আমি জীন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার দাসত্ব (আনুগত্য) করার উদ্দেশ্যে"। কিন্তু আমরা কি আজ স্রষ্টার সেই উদ্দেশ্যকে বাস্তবে রুপ দিতে পারছি।

যদি স্রষ্টার উদ্দেশ্যের উল্টো পথে চলি তার মানে হল আমাদের জীবন, আমাদের এই সৃষ্টি, আমাদের বেঁচে থাকা সবই বৃথা! আমরা নিজেদের জীবনকে বৃথা হতে দিতে পারি না। পারি না নিজেদেরকে ধ্বংসের মূখে ঠেলে দিতে। তাই চলুন আমরাও বদলে যাই । জীবনকে সাজাই নতুন করে। ঠিক যেভাবে স্রষ্টা চান।

চলুন শুধু ইচ্ছার মধ্যেই সীমাবদ্ধ না থেকে বাস্তব পদক্ষেপ গ্রহন করি। আজই অর্থ ও ব্যখ্যা সহ কুরআন পড়া শুরু করি। অর্থসহ হাদীস পড়ি। ভাল বই পুস্তক পড়ি। সম্ভব হলে কুরআনের সাথে অন্য ধর্ম গ্রন্থসমূহের তুলনামূলক অধ্যয়ন করি।

জীবনকে করে তুলি সার্থক ও সফল। '' এমন জীবন তুমি করিবে গঠন। মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভূবন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.