আমাদের কথা খুঁজে নিন

   

উদাসীর ফটুক ব্লগ....কুনো উপলক্ষ্য নাই, আফসুস ঘটক পাখি ভাই বোলগায় না!

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

তো বুলগ পড়তে পড়তে এর পটভূমি নিয়া গপ শুনেন। একদা এক মফিজ ইুরোপে পদধূলি দিয়া ভাবিতে লাগিলো, কই যাই! দেখেন নীচের ফটুক কেমনে ভাবতাছে মফিজ মিয়া! ভাবতে ভাবতে যখন টের পাইলো কোমড়ের নীচে বেদনা শুরু হইয়া গেছে তখন মফিজ উঠিয়া খাড়াইলো ভাবিলো যেইদিকে তাকাইবো পরথমে সেইদিকে আল্লার ওয়াস্তে হাটা শুরু করবো। মাগার মফিজরে এইডা কে কইবো হেয় খাড়ায় আছে গীর্জার পিছে! হাটতে হাতে কিছুদূর পর টের পাইলো তার পানি পিপাসা ধরছে। মাগার আশেপাশে এতো পানির নহর থাকতেও পানি খাইবার পারতাছে না, কি করবো তাই নিয়া ভাবতে শুরু করলো।

এমুন সময় আবার হিস্যুও ধরলো। একদিকে পানি খাওনের তৃষ্ঞা আরেকদিকে হিস্যু, কই যাই! হঠাৎ একখান খালি গাছ দেখলো। পরথমেই মনে হইলো দেশী স্টাইলে শুরু করবো, মাগার গাছে কুনো পাতা নাই, গাছ নিজেই ন্যাংটা এই গাছের নীচে প্রকৃতির ছুটো ডাকে সাড়া দেওন কি উচিত হইবো? গাছের নীচে নীচে ভাবতে ভাবতে হঠাৎ দেখলো গাছ খান আপেল গাছ হইলে ভালা হইতো। আফচুষ গাছ খান আপেল গাছ না, কি নাম সেইটাও জানে না! হাটা ধরলো পার্কে গিয়া, মাগার সেইখানেও আরো বেহাল দশা। যদিও আশেপাশে কেউ নাই, মনে হয় কার্ফ্যু চলতাছে সারা শহরে! আসলে সারা শহরে কার্ফ্যু না, মনে হয় ঘরে ঘরে একজন মানুষ মইরা গেছে বইলা জাতী শোকাচ্ছন্ন।

আমাগো এক বঙ্গবল্টু আর জিয়া মিয়ার মরনে ১২ মাস দুইদলের খিচুড়ি খাইয়া পেটের টানে থাকি আর এগো তো মনে হয় ঘরে ঘরে! কই যাই! ত্য এই জায়গাটা খারাপ না, দূর থিকা ভাত খাওনের জন্য বিশাল একখান সাদা থাল দেখা যায়, মাগার কাজ করার জায়গা পাওয়া যায় না! তাই রাস্তার মোড়ে আইসা খাড়াইয়া মফিজ ভাবে কই আইলাম! মাগনা কাম কেমনে করি! অবশেষে বিশাল একখান বাড়ি আইসা চিন্তায় পড়লো এই বাড়ি ঢুকনের দরজা কই? এই বাড়িতে মানুষ ঢুকে কেমনে? জাতীর বিবেকের সামনে পুরা বার্ষিক পরীক্ষার কুশ্চেন! দরজা খুজতে খুজতে একখান জঙ্গল পাওয়া গেলো...অবশেষে ত্যাগ হইলো, মাগার পানির তিয়াষ? পানির তিয়াষরে গুল্লি মারনের লিগা অবশেষে পুরানা আমলের কামান পাওয়া গেলো। মাগার গোলা নিয়া টেনশন, কই পাওন যায় এই চিন্তায় মফিজ টেনশনে পতিত হইলো! মনের দুঃখে আবারো জঙ্গলে হাতড়াইতে আইলো! বড় সাদা থালের সামনেও ঘুর ঘুর করতে লাগলো, যদি এই থাল নিয়া রাস্তায় খাড়াইলে কেউ কিছু দেয়! সমস্যা হইলো কেডা দিবো, যেমনে শোকের ছায়া শহরে নামছে কুকুরও চোখে দেখি না! বিঃদ্রঃ এই ব্লগ দেইখা একখান কুশ্চেন করতে পারেন, সব ফটুকেই আমি সামনে ক্যামেরা হাতে না। তাইলে কন তো ফটুক তুললাম কেমনে? কুন প্রযুক্তি এইখানে কাজে লাগছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.