আমাদের কথা খুঁজে নিন

   

"কুনো ব্যাঙ এর সঙ্গী নির্বাচন"



অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডের একদল গবেষক সম্প্রতি জানিয়েছেন , সঙ্গী বেছে নেয়ার সময় মেয়ে কুনো ব্যাঙ অনেক বেশি সচেতন থাকে। শরীর ফোলানোর মাধ্যমে তারা দুর্বল পুরুষ ব্যাঙ এর সংস্পর্শ এড়িয়ে চলে। খবর বিবিসি নিউজের। গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, পুরুষ ব্যাঙ সঙ্গী নির্বাচনে জন্য একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা শুরু করে। শরীর ফোলানের মাধ্যমে পুরুষ ব্যাঙদের উত্তেজনা বাড়িয়ে এই প্রতিযোগিতায় নামতে উৎসাহী করে মিলনম্মুখ স্ত্রী ব্যাঙ।

গবেষকরা জানিয়েছেন, আগে মনে করা হতো ব্যাঙের এই শরীর ফোলানোর মুল কারণ শিকারে পরিণত হওয়া থেকে আত্মরক্ষা করা। শরীরের আকার বাড়ার ফলে শিকারীদের ধোঁকা দিতে পারে। জানা গেছে, পুরুষে পুরুষে মল্লযুদ্ধের সময় স্ত্রী ব্যাঙ শরীর ফোলায়। এদিকে সিডনি ইউনিভার্সিটির গবেষক ড. বেনজামিন ফিলিপ জানিয়েছেন, শরীরের আকার বৃদ্ধি করার কারণ হতে পারে একটি অকল্পনীয় সঙ্গী নির্বাচনের পদ্ধতি। গবেষণায় দেখা গেছে, পুরুষ ব্যাঙের নাগালে স্ত্রী ব্যাঙটি আসামাত্রই সে তাকে আকর্ষণ করে যতক্ষণ অন্য আরেকটি ব্যাঙ তাকে না সরিয়ে দেয়।

শরীর ফোলানোর ফলে পুরুষ ব্যাঙের জন্য আঁকড়ে ধরে রাখাও কঠিন হয়ে পড়ে। সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, এই শরীর বিস্তৃতির মুলে রয়েছে শারীরিক আকর্ষণে আকৃষ্ট করার প্রতিযোগিতা বাড়ানো। স্ত্রী ব্যাঙটির চাওয়া থাকে সবচেয়ে বড়, শক্তিশালী পুরুষ ব্যাঙটি যেন তার সঙ্গী হয়, যার সাহায্যে সে স্বাস্থ্যবান প্রজন্মের সৃষ্টি করতে পারে। লিঙ্ক : Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.