আপনি কি জানেন ? রক্তচোষা মোবাইল অপারেটর গ্রামীন ফোন শুরু করেছে এক অভিনব চাঁদাবাজি । এরা গ্রাহকের মোবাইলে 022778 নম্বর বা অন্য এধরনের নাম্বার থেকে একটি করে খেলাধুলার নিউজ সংক্রান্ত এসএমএস পাঠাবে আর আপনার একাউন্ট থেকে ২.৩০ টাকা কেটে নেবে । এভাবে গ্রাহকের মোবাইলে যতবার মেসেজ আসবে ততোবার ২.৩০ টাকা কেটে নিবে । অথচ এই সার্ভিসটি চালু করার জন্য গ্রাহককে কোন রকম রিকোয়েস্ট পাঠাতে হয়না । এটা গ্রামীনফোন থেকে অটোমেটিক চালু করা হয় শুধুমাত্র চাঁদাবাজির জন্য ।
এ রকম সমস্যায় পড়লে গ্রাহক কল সেন্টারে কল করে । এতেও দীর্ঘসময় লাইনে থাকা, সাথে কলচার্জ গচ্চা তো আছেই । কোন একজন কাষ্টমার কেয়ার এক্সিকিউটিভ ফোন রিসিপ করলে বউয়ের ছোট ভাইয়ের মত নরম সুরে জানতে চান আপনার সমস্যা কি ? ব্যাস, আপনাকে জানানো হবে কিভাবে এই সার্ভিসটি বন্ধ করতে হবে । আপনাকে বলবে STOP ALL লিখে ২০০২ এ সেন্ড করলেই এটি বন্ধ হয়ে যাবে । আর এভাবেই গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ।
অতএব সাবধান ও সতর্ক হউন জিপির চাদাবাজি থেকে । আমি জিপির এই চাঁদাবাজি প্রতিরোধে বিটিআরসি ও টেলিযোগাযোগ মন্ত্রলায়সহ সংশ্লিষ্টদের দৃষ্টি দেবার আহ্ববান করছি । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।