ইচ্ছে করে হারিয়ে যাই তোমার সীমানায়
BTRC ব্যান্ডউইথ এর মূল্য কমানোর পরও গ্রামীনফোন মোবাইল কোম্পানী সেই আগের রেটই বজায় রেখে গলা কাটা দাম রাখছে মাসিক ইন্টারনেট বিলে। ইন্টারনেট সেবার নামে এ যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবো কেউ কি বলতে পারেন? BTCL লাইনের অতি শ্লথগতির জন্যে বাধ্য হচ্ছি গ্রামীনের লাইন ব্যবহার করতে। যেমন পিপাসার্ত মৃত্যুপথ যাত্রীকে পানির বদলে পেশাব দিলেও বাধ্য হয়ে খায়। আসলে একাজ করে তারা, যারা শত্রু ও ভালো চায় না এবং নিজের আখের গোছায়।
একই ভাবে তারা উন্নততর নেটওয়ার্কের তথাকথিত ভাওতাবাজি করে সর্বোচ্চ কল রেটে কথা বলতে জনগণকে বাধ্য করছে, যেখানে অন্য সকল অপারেটর অনেক কম রেট দিচ্ছে। আমরা যারা পুরানো নম্বরধারী তারা এই অবিচার মেনে নিতে বাধ্য হচ্ছি। এই অতি মুনাফাখোরী শক্তির বিরুদ্ধে কি কারো কিছু করার নেই?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।