আমাদের কথা খুঁজে নিন

   

মানবতা

সিংহ, বাঘকে করে সবে ভয়, আচরণে তারা যে বিভীষিকাময়। ক্ষুধার লাগি তারা করে প্রাণী বধ পাশবিক আচরণ, তারা অতি বদ। এ জগতে শ্রেষ্ঠ প্রাণীকুলে কারা? নিজেদের শ্রেষ্ঠ বলিয়াছে যারা! গুনে, মানে উন্নত ভাল তার কাম! মনুষ নামে তারে চিনে ধরাধাম। দয়া মায়া থাকাটা তার স্বাভাবিক, সে কারনে আচরণ হয় মানবিক! শ্রেষ্ঠ মানুষের দেখ আচরণ, কথায় কথায় করে জীবন হরণ। ক্ষুধার তরে নয়, রসনার দায়, নিরীহ মুরগীর গলা কাটা যায়। তারপরও এতে হায় ভরে নাতো মন, ছিলিয়া কাটিয়া তাতে লাগায় লবণ। এরপরে পিছনেতে ভরে দিয়ে শিক ঘুরায়ে ঘুরায়ে তার পুড়ায় চারিদিক। অবশেষে চিবায়ে গিলে, সাথে খায় পান, সেই সাথে গায় তারা মানবতা গান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।