আমাদের কথা খুঁজে নিন

   

মানবতা

মানবতা, তুমি কোথায় দাঁড়িয়ে
যখন দেখো একটি মানুষ
অনাহারে থাকে দিনের পর দিন
না খেয়ে থাকার কষ্টে কাটায়
তোমারই ঘরের পাশে....
মানবতা তুমি কোথায়
তুমি কি তবে দেখেও না দেখার ভানে ...?
যখন একটি মেয়ের আর্তচিৎকারে
ভারি হয় চারিপাস
অনেক ডেকেও কাউকে না পেয়ে
হতাশার কাছে সপে দেওয়া নিজেকে..
মানবতা, তুমি কোথায়
তুমি কি জাগ্রত নও....
পাষন্ড হৃদয় নিয়ে
মানবতা তুমি কি ধ্বংশ হয়ে গেছ কোথাও...?
হে মানবতা, তুমি কোথায়
তোমার পাশেই যখন ডাস্টবিনে পড়ে থাকে
ছোট্ট অবুঝ শিশু
না দেখা ভূবনের ছোট ছোট চোখের উপর
পিপড়েদের অবাধ দৌড়াদৌড়ি
ময়লাগুলোর স্তুপে পড়ে থাকা নিথর দেহখানি
দেখেও নিশ্চুপ থাকো কেন
আমার ঘুমন্ত মানবতা
তবে কি তুমি অথর্ব একটি মাত্র শব্দে বাঁধা....?
ও মানবতা তুমি কোথায়
তুমি কি দেখেও দেখোনা
আজি কত মায়ের কোলে শূণ্যতা
দুখরে দুখরে কেঁদে কেঁদে স্বাধীনতাকে চাওয়া
তবুও রাস্তার মাঝে লাশ হয়ে পড়ে থাকা
রক্তে রঙিন পিচঢালা পথে
সুন্দর একটি জীবনকে খুজেঁ ফেরা
হে মানবতা তুমি কোথায়
তুমি কি শৃঙ্খলে বাঁধা
নাকি তুমি আসক্তির রঙিন নেশায় দিকবিদিক হাড়া....?
মানবতা তুমি জাগ্রত হও
হঠাৎ বিস্ফোরিত হওয়া কোন ধুমকেতুর মত
তুমি বেড়িয়ে আসো আবদ্ধতা থেকে
মুক্ত পাখির মত
তুমি উদগিড়িত হও
আগ্নেয়গিড়ির অগ্ন্যুৎপাতের মত
তুমিই শক্তিশালী মানবতা....
দূর করে দাও
সমাজের যত অনাকাঙ্খিত অস্থিরতা....।
(রচনাকালঃ ১৭.০২.১৪ইং রাত ১১.৩০মিনিট)

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।