আমাদের কথা খুঁজে নিন

   

মানবতা !

"আমি বলছি না ভালোবাসতেই হবে , আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য । বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত ।

পশুর রাজত্বে মানুষের বসবাস চারিপাশে রক্ত হীম করা হায়েনার উল্লাস, মানবতা! সে তো নিদারুণ নিষ্ঠুরতার ই নামান্তর। অগণিত লাশের ভিড়ে বিধবার আর্তনাদ লাশকাঁটা ঘরে বেওয়ারিশ লাশের পাহাড়, বঞ্চিত মানবতা কোথাও যে এক তিল ঠাই নেই তোমার! তৃষিত মরুর তপ্ত রাজপথ শুষে নেয় তরুণের শেষ রক্তবিন্দু, পিপাসার্ত মানবতা! তবে কি শুকিয়ে গেছে আজ রহমতের বারি ধারা! ভ্রাতৃত্ব খুবলে খাচ্ছে আজ শকুনের দল স্বজাতির ক্রোধে ভস্ম হচ্ছে অসহায় জনপদ, মানবতা! সে তো পরাধীনতার শেকলে আবদ্ধ এক টুকরো নীলচে আকাশ। মানবতা আজ তপ্ত সীসার আঘাতে ভূলুণ্ঠিত পিতৃস্নেহ, ভাইয়ের বুকে আমূল গেথে দেয়া ‘জন্মদিনের উপহার’। চিরন্তন উপহাসের কথকতা সেই তো মানবতা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।