আমাদের কথা খুঁজে নিন

   

মানবতা

আমি মানুষ। প্রতিদিন সকাল থেকে শুরু করে ঘুম নেমে আসা রাতটুকু পর্যন্ত মানুষের মতো আচরণ করার চেস্টা করি। প্রত্যেকটা মানুষ তার নিজের ভিতরে অসাধারন সৌন্দর্য লালন করে। প্রত্যেকটা মানুষই তার নিজের ভিতরে অনেকখানি সুন্দর। অবাক সরলতায়,মানুষ মনের মাঝে লালন করে ভালোবাসা।

সেই ভালোবাসা কখনও রঙের আলোকছটায় দিক্বিদিক হারিয়ে হয় প্রকাশিত, কিংবা বাস্তবতার অযাচিত রেখাপাতে সেই ভালোবাসা হয় বিবর্ণ। তবু মনের মাঝের সেই অদ্ভুত ভালোবাসা হারিয়ে যায় না। পারিপার্শ্বিকতার আড়ালে সরল মন হারিয়ে বসে পথ। কেউ হয় কবি, কেউ বা ব্যভিচারী। কেউ হয় শোষিত, কেউ শাসক!কেউ হয়ে ওঠে সত্যের পুজারী, কেউ অন্যায়ের।

এদের দৃষ্টিভঙ্গি ভিন্ন হয়ে গেলেও অনুভূতি থাকে একইরকম। একই কষ্টে যেমন একজন ভিখারি ব্যথিত হয়,ঠিক তেমনি ব্যথিত হয় ধনকুবের!একই সরলতায় এদের ভিতর বাহির সজ্জিত। আফসোস এই যে, কারো সরলতা লুকিয়ে বেড়ায়, কারো হয় প্রকাশিত। নিজের কিংবা অন্যের ভিতরের সেই সরল মনকে অনুধাবন করা খুব একটা কঠিন কাজ না। অনুধাবন করার ইচ্ছে থাকলেই হয়।

আর সেই অনুধাবন করাটাকে জটিল কিছু মনে করে যদি আমরা জাগতিক মোহে গা ভাসিয়ে দেই, তবে মানব মন রুপান্তরিত হবে যান্ত্রিক মনে,লোভী মনে। মানবতা হবে হাস্যরস সমৃদ্ধ ফালতু সাবজেক্ট। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।