আমাদের কথা খুঁজে নিন

   

মানবতা !!!



মানবতা ওরা তার মুখ শৃংখলীত করছে তার দু হাত মৃত্যু পাথরে বেধেছে অতপ:র বলেছে : তুমি হত্যাকারি! ওরা তার খাদ্য,পোষাক,পতাকা সব কেড়ে নিয়েছে তাকে মৃত্যুসেলে নিক্ষেপ করেছে অতপ:র তাকে বলেছে: তুমি চোর! ওরা তাকে সকল সুখ থেকে বঞ্চিত করেছে তার ছোট্ট প্রিয়াকে পর্যন্ত দখল করেছে অতপ:র বলেছে : তুমি শরণার্থী! হে রক্তচক্ষু আর খুনরন্জিত হাতের অধিকারি ! রাত্রির দ্রুত অবসান ঘটছে কোন আশ্রয়স্থল অবশিষ্ট থাকবেনা এমনকি জুটবে না শৃংখলাবদ্ধ প্রকোষ্ঠও ! নীরোর মৃতু হয়েছে, কিন্তু রোম বেঁছে আছে.... তার দু'চোখে যুদ্ধোন্মাদনা! অচিরেই সেখানে দানায় পূর্ণ শীষ দোলা খাবে সমগ্র উপত্যকা শস্য শীষে পরিপূর্ণ হয়ে যাবে... (একটি মাহমুদ দারবাশের কবিতা)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।