আমাদের কথা খুঁজে নিন

   

রুপালি চাঁদের আলোয়

কবিতার ছেলে।

এক বিন্দু শিশিরের কণা এসে দাঁড়ায় উঠানের সবুজের বুকে, দিগন্ত ছোঁয়া এক মানবযানে করে তুমি ছুটে আস কত যুগ পরে কবি যেন খুজে পায় কবিতার উৎস। মানুষের এ জীবণটা কত ছোট্ট একটা প্রকষ্ট। এখানে ঠাঁই মেলে না অনেকেরই, কেউ বিচলিত হাসি দিয়ে চলে যায় অসীম দুরত্তে কেউবা ঠায় দাঁড়িয়ে থাকে দরজার পাশে। কেউ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দেয় উঠানে কেউ বা আবার নিভুনিভু চোখে বইয়ে দেয় রক্ত স্রোত ধারা। স্বপ্নভাঙ্গা সে রক্তস্রোত ভেসে চলে অনুতাপের সমুদ্র বয়ে। মানুষের জীবণটা রাস্তায় পরে থাকা একটুকরো কাগজের মত। কেউ একেছে সাদাকালো একটা অপরিনত ছবি কেউ দিয়েছে রঙ্গিন তুলির ছোয়া, আবার কেউ বা খুলেও দেখেনি কোনদিন। রুপালি চাঁদের আলোয় তবুও মানুষ হয়ে ওঠে আবেগপ্রবণ, হয়ে ওঠে দ্বান্দ্বিক কীট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.