ক্লান্তি আমায় ক্ষমা কর প্রভূ......... রূপালী দ্বীপ সেন্ট মার্টিনে যাননি এমন মানুষ এই ব্লগে আছেন বলে আমার মনে হয় না। এর ওপর অসংখ্য ছবি ও তথ্যবহুল সুলিখিত পোস্ট আছে। তারপর ও নিজের ভালো লাগা কিছু ছবি শেয়ার করলাম। এত বেশি ছবি কারো বিরক্তির কারন ঘটালে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। যাত্রা শুরু দুয়ারে প্রস্তুত বাহন টেকনাফঃ পাহাড় ও নদীর মিতালী মাছ ধরা নৌকাঃ কাঁটাতারের ওপাশে মিয়ানমার সীমান্ত আবশেষে গন্তব্যেঃবিপুল নীল জলরাশি ডাকছে হাতছানি দিয়ে নারিকেল বিথী কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে কেয়া ফল দ্বীপ উন্নয়নের কিছু নমুনা যেতে চান? প্রবালে প্রাকৃতিক শিল্পকর্ম কাঁকড়ার শিল্প প্রতিভার নিদর্শন ছেঁড়া দ্বীপ ছেঁড়া দ্বীপ এর কাক চক্ষু জল ফেরার পালা --- ওগো তোরা কে যাবি পারে -- খেয়া বন্ধ হয়ে যাবে সন্ধ্যা আঁধারে -- সূর্য পাটে যাবে নেমে -- সুবাতাস যাবে থেমে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।