শরতের আকাশে মেঘ নেই , সব চলে গেছে দূর পরবাসে , অনেক দূরে অভিমানী মেঘেরা । একটি চলন্ত রিক্সা ছুটে যাচ্ছে অবিরাম, ছুটে যাচ্ছে হুট খুলে পড়ে যাচ্ছে একটি মেয়ের চিৎকার , চারিদিকে নিশ্চুপ নিরবতা আমাব্স্যার গোর অন্ধকারে বাতাসে লাশের গন্ধ ভাসে। নেমে এলো বৃষ্টিধারা, ভিজে মাটির সোদা সোদা গন্ধ আমাকে টেনে নিয়ে গেল গভির বনে , এখানে হাজারো জোঁনাকিরা খেলা করে হঠৎ শুনি করুন চিৎকার,আমি ভয় পাইনি বরং শব্দটাকে অনুসরন করলাম কারা যেন রুপালি আলোতে কালিমা একে দিচ্ছে ধর্ষিতার কাতর চিৎকার, রক্তকণা মাতল তুলোল উদ্দাম তালে যেন আমার শিরা-উপশিরা ফেটে যাচ্ছে ,আমি এগিয়ে যাচ্ছি অন্ধকার হতে হাজারো হাত এসে আমাকে বাঁধা দিচ্ছে যত এগিয়ে যাই তত পিছিয়ে নিয়ে যাচ্ছে আমাকে আমি জ্ঞান হারালাম,আজও আমি স্বপ্নে ধর্ষিতার কাতর চিৎকার শুনি।। ***সমাজে সৎ বলতে কিছু নেই সমাজে ভাল বলতে কিছু নেই যদি ভাল কিছু করতে চাও ধ্বংস করবে তোমাকে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।