আমাদের কথা খুঁজে নিন

   

মিনতি

আমি ভাল নেই বন্ধু বলে যবে তব থাকিবেনা কেউ, বুকে যবে উঠিবেনা আনন্দের ঢেউ- সেথা মোরে করো মনে আজি যাও ভুলে কঁন্ঠ হতে কবিতার মালা ফেল খুলে । আজ তাহা শুষ্ক, বিবর্ণ; হায় ! বিশ্বাসের গড়া মালা কিভাবে শুকায় ! আনন্দের ফুলগুলো দুই হাত ভরে ভাগ করে দাও তব বন্ধুদের পরে । সেই ক্ষনে পুষ্প যদি পড়ে ভূমিতলে- পায়েতে নিঠুরভাবে ফেল যদি দলে তা-ই মোরে তুলে দিও ক্ষনকাল পরে, বুকেতে জড়ায়ে নেব আহলাদ ভরে । অদ্যাবধি ভাবিয়াছ পথহূল যারে মিনতি করিনু আজ ভুলে যাও তারে ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।