তোমারই হাতে রেখে হাত, কাটুকনা বাকিটা রাত। যখন সকাল হবে- তখনই নাহয় গেলে, এখন পুচ্ছ নাচাও মেলে। তোমারই চোখে রেখে চোখ, দাওনা সকাল হোক। যখন সকাল হবে- তখন সময় পেলে, নাহয় যেও হেসে খেলে। তোমারই স্পর্শে বেঁধে সুর, হোক নাহয় ভোর। যখন সকাল হবে- তখন নাহয় চুলে, বেঁধো খোপা ফুলে ফুলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।