আহসান জামান
কোনো এক সন্ধ্যার স্তব্ধতায়
ফিরে এলে; পড়ে নিও,
সেই পুরানো অঘোর ঘ্রাণে, শীতের
কুয়াশাভোরের ঝাপসা চোখে।
বুনো বটের র্দীঘ আয়ুর ব্যবধানে;
পড়ে নিও সময়ের অঙ্ক। আর গেঁথে রেখো
সেইসব পদচিহ্নের ভোঁতা কান্নার হাক।
চোখ থেকে খসে পড়া দু'ফোঁটা তপ্তজলের আড়ষ্ট দোদুল্যতা;
আজও কী মন্থর, মিশে আছে এইসব চলাচলে।
আজ আর তাড়া নেই; অনড়, যুবুথুবু বসে থাকা
এই যে ঘর-বাড়ী, অই যে পাঠশালা, খেলার মাঠ
সবকিছু কে যেনো হঠাৎ এসে মুছে নিয়ে গেছে; দূরে,
কী এক ব্যাকুল ব্যবধানে, বেঁধে রাখে অদৃশ্য সূতার জালে।
তুমি-আমি পাখিমন; কে কারে রেখেছে ধরে!
আজ এই সন্ধ্যার মেঘলা নিরিবিলি ছিঁড়ে
টেনে তুলে নিয়ে যায় দূরে, আরো দূরে ...
শরীরে জমেছে এখন ক্ষয়ের ক্ষুধা;
চাঁদমরা অন্ধকারে ওড়ে লাশের ভেলা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।