A successful man is one who can lay a firm foundation with the bricks others have thrown at him. কবিতাঃ মিনতি কবিঃ আরমান অরণ্য লিংকন আমি ফ্যানের বাতাস খাইনা, মোরগপোলাও চাইনা, চেয়েছি শুধু দুই টাকার এক নোট দুই টাকার এক নোট চেয়েছি, তাতেই কি খুব দোষ করেছি? ভয় পেওনা, ছোঁবোনা তোমার কোট। তুমি ফুডকোর্টের ঐ শর্মা খেয়েছ, মিতসুবিসির গাড়িতে চড়েছ, বুঝেছি তো ভাই, গরম দেখাও ক্যান? আমি সকালে বেচেছি ফুল, জন্মে করেছি ভুল গিলেছি ভাতের লবন মাখা ফ্যান। আমার ছবি বেচে তুমি লাখ কামাও আমি চাইনিতো কোন ভাগ, গোলটেবিলের কফিতো চাইনি, ভিক্ষা করি-খোটা দিওনা, ভিক্ষা করেছি, বেশ করেছি, টেবিলের নিচে হাততো বাড়াইনি। শিক্ষার মান বেড়েছে? বাহ! খুশীর খবর, আচ্ছা ! আমার নামের বানান কি? গাড়ির গ্লাস লাগিওনা ভাই, দুপুরে ভাত খেতে পাই নাই আমার ক্ষুধার চেয়ে কি দুই টাকাও বেশী?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।