আমি অনেক ছোট একটা মানুষ। তোমার ওই দৃষ্টি তুমি আগলে রাখ, মেয়ে। অমন করে চেও না আমার পানে, অমন করে ঢেউ তুলো না আমার ভীরু প্রাণে। অমন করে সুর দিও না ভুলে যাওয়া গানে। হাজার বছর একলা চলে ক্লান্ত আমি একলা চলার ব্যাথা কেবল আমিই জানি একলা ছিলাম, একলা আছি একলা বৈঠা বেয়ে চলা জীবন নদীর মাঝি। আজ এতদিন পরে আবার ঘুম ভাঙ্গালে নিস্তরঙ্গ নদীর বুকে নতুন করে ঢেউ জাগালে। পাথর মাঝে পাহাড়ী নদীর প্রবল বেগে ভালবাসায় হারিয়ে যাওয়ার গান শোনালে। মিনতি করছি, মেয়ে অমন করে চেয়ো না আর আমার পানে অমন করে ঢেউ তুলো না আমার ভীরু প্রাণে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।