যদি দেখতে চেয়েও না দেখো আমায় তবু ঘুমিয়ে তোমরা যেও না; কণ্ঠ থেকেও যদি অব্যক্ত থাকি, তবু কামনা তোমরা কোরো না। আমি তো সে দুস্থ কবি অমানিশার পূর্ণ ছবি। স্পর্শে যদি না আসি কখনও তার বাসনা তোমরা রেখো না। দীনতা ব্যতীত যদি না পারি বিলাতে তবু কামনা কখনও কোরো না। সুপ্ততা ছাড়া কি আছে আমার! ঝর ঝর আমি নির্ঝরতার; তবু এ স্বচ্ছতা ঘিরে স্বচ্ছলতার এ লাঞ্ছনা মোরে দিও না। আমি তো সে এক দিশেহারা নদী , মিলেমিশে হই একাকার যদি; তোমাদের মাঝে না আসি কখনও..... তবু মিনতি মোরে কোরো না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।