আমাদের কথা খুঁজে নিন

   

করণীয় কী?

মাঝে মাঝে কিছু ভালো লাগে না আবার মাঝে মাঝে কী যে ভালো লাগতেসে তাও বুজতে পারি নাহ just for fun এই লেখাটা লিখে কেউ কারো নকল করলে কি মডারেটরদের কিছু করার থাকে না? মডারেটরা চুপ কেনো? তাহলে প্রতিটা ব্লগের শেষে নিচের লেখাটা দেবার মানে কী? "বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর..." এরইমাঝে কি সেই ব্লগার(আসলেই কি ব্লগার?) "বিষয়বস্তুর স্বত্বাধিকার ও ... ... ... প্রকাশকারীর " এই অংশটুকু ক্ষতিগ্রস্থ করে নি? তাহলে মডারেটরগণ "সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর" এই অংশটুকুর ভিত্তিতে এখনো কেনো কোন ব্যবস্থা গ্রহণ করতে পারছে না? তাদের কি মনে হচ্ছে না যা হয়েছে তা অনেক বেশিই হয়ে গেছে? বড় বড় ব্লগারদের কাছে একটা জিনিস জানতে চাই আমি আমার ব্লগে আমি অন্যব্লগারকে ব্যান করবো কী করে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।