আপনাদের সঙ্গে চলতে পারলে নিজেকে ধন্য মনে করব।
আমরা সাধারণ ছা পোষা মানুষ। আর বেশীরভাগই ভুখানাঙ্গা হাড় হাভাতের দল। পুরো দেশের দশের মালিক যাঁরা তারা সব কিছুর কলকাডি নাড়িতেছে। উনারাই দেশের মা বাপ।
আমরা সামান্য শ্রমদাস ! এতে আশ্চর্য হবার কি আছে। তবুও মাঝে মাঝে একটু ঘটে মাল থাকার জন্য মাথাটা চিন চিন করিয়া উঠে। যদিও এদেশে ঘটে মাল না থাকাটাই একশো পার্সেন্ট নিরাপদ। তবুও চারিদিকের অবস্থা দেখে নিজেকে আর মানিয়ে নিতে পারিনা। এভাবে এই দেশে কেমন করে মানুষ বাঁচে তার উপর একটা তথ্যচিত্র বানাইলে বোধহয় নেতা নেত্রীরা দেখিয়া মজা পাইত।
কারণ আবার দেশ দখলের খেলা শুরু হইয়া গেছে। যাহা লাউ তাহাই কদু মাঝে দুবছর গেছে শুধু শুধু। তবুও দেশের মানুষ যোগ্য লোককে নির্বাচিত করুক। নতুন নেতৃত্ব আসুক কামনা করি। দেশের ভুখানাঙ্গা থেকে কোটিপতি সবাই ভালো থাকুন।
দেশপ্রেম ও বিবেকবান মানুষ হিসেবে নিজেকে প্রমাণিত করুন। ধন্যবাদ সবাইকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।