আমাদের কথা খুঁজে নিন

   

করণীয়



যা পেয়েছি তাই মোর জীবনের দাম যা পাইনি তার তরে নাই কাঁদলাম। শুন্য জীবনটাতে যত কিছু এলো সেটুকুই হৃদয়কে ভরে দিয়ে গেলো। বেদনার কশাঘাত, দুঃখের জ্বালা যখন সামনে মেলে ধরেছে সে ডালা। হাসি মুখে চেয়েছি তা করতে বরণ যেটুকু সাধ্য ছিল করেছি স্মরণ বিধিকে। নিজের ত্রুটি করেছি বিচার চেয়েছি সাধ্যমত তার প্রতিকার। আনন্দ পেয়েছি যা, যতটুকু লাভ চেয়েছি তা দিয়ে পেতে সকলের ভাব। এর চেয়ে করণীয় কি বা আছে আর? যদি তা জানতে পাই করতে তৈয়ার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।