গণতন্ত্র প্রক্রিয়ায় ধীর ভাবে ভেবে-চিন্তে
ক্ষমতাসীনকে পৌঁছতে হবে সিদ্ধান্তে।
সজাগ ও সচেতন নাগরিক সমাজ
সাবধানে বুঝে-সুঝে করুন কাজ।
বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ
সৎ-যোগ্য ও সক্ষম নেতা চান।
জণগণের বহু প্রতিক্ষিত প্রত্যাশা
থাকতে যেন না হয় নিয়ে হতাশা।
মানব কল্যাণে নিয়োজিত হবে নেতা
তাঁকে সহ্য করতে হবে অনেক কথা।
যেহেতু নেতাই জনতার পক্ষে মূল মাথা
নেতাকে বলতে হবে স্বল্প সময়ে অল্প কথা।
সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে
দুর্নীতি-সন্ত্রাস-ক্ষুধা-দারিদ্র কমাতে।
নেতাকে অকুতভয়ে হবে লড়তে
মেহনতি মানুষের পাশে হবে দাঁড়াতে।
কলংকিত অধ্যায় সাবধানে পেরিয়ে
উদ্ভাসিত হতে হবে অনুকরণীয় দৃষ্টান্তে।
জনতার অনেক দিনের প্রতিক্ষিত আশা পূরণে
নির্দ্ধিধায় নির্ভীক চিত্তে এগুতে হবে সাবধানে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।