আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্যুতের খবর কি? দেখে মনে হচ্ছে, কঠিন শাস্তিতে আছি!

সাহাদাত উদরাজী www.udrajirannaghor.wordpress.com প্রায় তিন ঘন্টা ধরে রাজধানীর রামপুরা এলাকায় বিদ্যুৎ নেই। ব্যাপারটা আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে। এই এলাকার শিশু কিশোর বৃদ্ধদের কথা ভাবুন। রোগে শোকে যারা আছেন তাদের তো প্রায় মরন দর্শা। আহ, আমাদের দেখার কেহ নেই।

শরীরের ঘাম শরীরেই শুকিয়ে যাচ্ছে! গতকাল গ্রামের বাড়ী থেকে চার দিন থেকে ফিরে এলাম। আহ, বিদ্যুতের অবস্থা যে কি করুন তা আপনাদের বলে বুঝাতে পারবো না। এই যাচ্ছে, এই আসচ্ছে! কি যে কঠিন অবস্থা! একদিন সারা রাত বাড়ীতে বিদ্যুৎ ছিল না। আমরা দুই বন্ধু বলতে গেলে সারা রাত না ঘুমিয়ে অন্ধকার রাতে পুকুরের ঘাটে বসে ছিলাম, গরম থেকে আমাদের কাছে না ঘুমিয়ে মশার কামড় বেশি ভাল মনে হয়েছিল। এই যদি হয় গ্রাম (গ্রামে এখন চাষে পানি তোলার দরকার নেই) এবং শহরের বিদ্যুৎ ব্যবস্থা তা হলে আমরা কি করে ভাবব, দেশে সরকার আছে! দেশে বিদ্যুৎ ব্যবস্থা আছে? নাকি সরকার চার মেয়র নির্বাচনে বিরাট পরাজিত হয়ে এখন আমাদের উপর মনের ক্ষোভ মিটাচ্ছেন? বড় বড় কথা না বলে দেশের জন্য কিছু করুন (অবশ্য সেই সুযোগ আর নেই!)।

দেশবাসী ভোট দেবে মন ভরে, কিছু না করে ভোটের আশা করেন কি করে? জনগণের আর কত প্রমান নেবেন? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.