গতকাল চ্যানেল ওয়ানের সংবাদে জানলাম বিদ্যুতের স্বল্পতায় কী রকম কষ্টে আছে রাজধানীবাসীসহ সারাদেশের মানুষ। ....এসবের মাঝেও চ্যানেল ওয়ান একটা সুখবর দিল সেটি হলো -
আবুধাবিতে চাহিদার দ্বিগুণ বিদ্যুৎ উৎপাদন করছে বাংলাদেশের প্রকৌশলীরা! যাদের দেশ আঁধারে ঢেকে থাকে তারা আলোক ছড়ায় অন্যত্র? প্রদীপের নীচে অন্ধকার থাকে জানতাম এখন দেখছি অন্ধকারের মাঝেই ছিল আলো।
একটা হিন্দি ফিল্ম দেখেছিলাম, শাহরুখের বিদ্যুৎ আবিষ্কার নিয়ে। শাহরুখ নাসার বিজ্ঞানী। একবার এসিছিল নিজদেশে বেড়াতে; এসে বিদ্যুৎ প্লান্টেশনের কাজটি করে যায়.........বাকী রোমাঞ্চকর অভিজ্ঞতা পেতে হলে ছবিটা দেখুন....
বাংলাদেশের সেসব প্রকৌশলীরা নিজেরাই ১০০০মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে আগ্রহী, তবে তাদের নিশ্চয়তা দিতে হবে....
তারা এমন আশঙ্কাও করছেন যে একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে যে খরচ যাবে হয়ত তার সমপরিমাণ অর্থ ব্যায় করতে হবে আমলাতান্ত্রিক জটিলতা পেরিয়ে কাজে হাত দিতে....
সবমিলে এটি একটি সুখবর!
এখনি বিদ্যুৎমন্ত্রীর উচিৎ তাদেরকে ডেকে অর্ডারটি ফাইনাল করা।
....
আর যতোদিন না বিদ্যুতের প্রবলেম সলভ হচ্ছে ততোদিন আমরা কী করবো?
কীভাবে এই বিদ্যুৎ বিভ্রাট থেকে বাঁচতে পারি?
সবচে সহজ এবং সস্তা পরামর্শ হলো বিদ্যুতের লাইনটাই কেটেদিন... কিন্তু তাতো আর সম্ভব না! মাথা ব্যাথার জন্য মাথা কাটাতো যায় না। ...
১. বাসা বদলকরে সরকারি দলের এম.পি-মন্ত্রীরা যেখানে, যেই এলাকায় থাকেন সেসব এলাকায় বাসা নিন। ভিআইপিদের আষপাশে থাকলে যতো টানাপোড়েনই হোক লোডশেডিং হবে না।
২. বাসায় একাধিক বিদ্যুতের লাইন নিন। একসাথে সবলাইনের বিদ্যুত যায় না।
এ কাজটি আমরা করেছি। আমাদের এবং আমাদের চাচাদের লাইন আলাদা। যখন আমাদের ঘর অন্ধকার তখন চাচাদের ঘর আলোয় আলোয় ভরা। কিন্তু এখন আমাদের আর কোনও কষ্ট হয় না। ....
৩.বিদ্যুত কেন্দ্রের কাছাকাছি থাকুন, ভয়েই লোডশেডিং দেবে না।
৪.বিদ্যুৎ থাকা না থাকার সুফলগুলো ভাবুন, দেখবেন স্বস্তি পাবেন। বিদ্যুৎ থাকা মানে টিভি চলা, মানে বসে বসে হিন্দি চ্যানেলে গোল্লায় যাওয়া সংস্কৃতি গিলে নিজের সংস্কৃতির বারোটা বাজানো। বাংলাদেশের চ্যানেল মানে রাজনীতি বিশেষজ্ঞদের চেহারা ঘুরে ফিরে দেখা, মোস্তফার নাটক দেখে পরকীয়া শেখা....কী দরকার।
৫. পড়ালেখায় ফাঁকী যারা দিতে চান তাদেরতো মোক্ষম সুযোগ।
৬. গৃহিনীরা দুচারবেলা রান্নাবান্না না করে বাইরে খেতে পারেন, আবার হলুদ মরিচ ইচ্ছেমতো দিয়ে রান্না করে দায়ভার লোডশেডিং এর ঘাড়ে দিতে পারেন।
যারা স্বামীকে একচোট দেখে নিতে চান তারা এই সুযোগটাকে ভালোই কাজে লাগাতে পারেন। স্বামী বেচারা রাতে ঘেমে গেলে পাউডারের বদলে চুলকানীর পাউডারটা দিয়ে দিতে পারেন....
৭. আই.পি.এল খেলা দেখে মনে কষ্ট পেতে হচ্ছে না।
এমন অনেক সুবিধার কথা চিন্তা করে বারবার প্রকৃতির কাছে ছুটে যান মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।