আমি প্রকৃতি প্রেমি এক যাযাবর
কথাটা বলতে চাচ্ছিলাম না কিন্তু শেষ পর্যন্ত না বলে আর পারলাম না, বর্তমান দিন বদলের সরকারের সমযে বিদ্যুৎ সমস্যা প্রকট আকার ধারন করছে ! এমন কি বিগত তত্বাবধায়ক সরকারের আমলে যে পরিমান বিদ্যুৎ উৎপাদিত হতো এখন নাকি তার চেয়েও কম বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে !!! এর কারন কি ??? এই কি আমাদের সেই অতি প্রত্যাশিত সরকারের আবদান !!! এমনিতেই সারাদেশে অসহনীয় গরমে মানুষ অতিষ্ট ,তার উপর ঘন ঘন লোড শেডিং এ জনজীবন বিপর্যস্ত । দিনেও লোড শেডিং রাতেও লোড শেডিং ! পড়াশুনায় বর্তমানে ছাত্রছাত্রিদের মারাত্বক ব্যাঘাত ঘটছে , তারা বিদ্যুৎহীন অবস্থায় অসহনীয় গরমে পড়াশুনা তো করতেই পারছে না রাতে ঘুমও আসতে পারছে না !
অন্যদিকে প্রচন্ড গরমে নির্ঘুম রাত কাটিয়ে আবার ভোর হতে না হতেই অফিস যাত্রিদের অফিসে রওনা দিতে হয় ফলে তাদের ও হয়রানির শেষ নেই । ঘুম ঘুম ভাব নিয়ে অনেকে অফিসে আসেন । এ অবস্থা আরও দীর্ঘায়িত হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে !
এমতাবস্থায় যেভাবেই হোক বিদ্যুৎ সমস্যার আশু সমাধান হওয়া উচিৎ। জানি রাতারাতি সব সমস্যার সমাধান হবে না তারপরও যেটুকু পারা যায় তা তো করতে হবে । তদন্ত করে দেখা যেতে পারে তত্বাবধায়ক সরকারের আমলে যে পরিমান বিদ্যুৎ উৎপাদিত হতো এখন তার চেয়ে কেন কম উৎপাদন হচ্ছে ? ঘড়ির কাঁটা একঘন্টা এগিয়েও এনেও কেন বিদ্যুৎ পরিস্থিতির সামান্য উন্নতি হচ্ছে না তা খতিয়ে দেখা উচিৎ ! মানূষ গত সরকারের ইতিহাস শুনতে চায়না ! মানুষ চায় গুনগত পরিবর্তন , মানূষ চায় উন্নতি , মানূষ চায় শান্তি ! মানূষকে হতাশ করবেন না ! গত সরকারের ইতিহাস জঘণ্য বলেইতো , বর্তমান সরকার বিপুল জনসমর্থন নিয়ে মতায় এসেছে । আপনারা যে মানুষের কত প্রত্যাশিত সরকার তা ভুলেগেলে চলবে না। মুখের কথায় চিড়া ভেজে না ! কথায় না বড় হয়ে কাজে বড় হতে হবে ।
**** *** ****
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।