আমার জগত শুধুই তোমার মনে পড়ে সেই ২০০৯ আবারও সেই খুলনা ইউনি , আবারও সেই ক্যান্টন , ঝিনি ঝিনি বৃষ্টি ,তুমি আমি আমি তুমি , খুজি ফিরি অজানায় , কমলা সালোয়ার ,খোলা চুল এলোমেলো সারাবেলা , কস্তুরি রে তুমি আমি আমি তুমি ছোট ছোট আশা , রিকশায় সারাবেলা ভিজিয়ে নেয়া আমার নোনা অশ্রু তুমি কই তুমি কই মিয়াও আমার সঞ্চিতা আমার পুতুপুতু আমার বাবু, অফিস থেকে এক ছুট , খুলনা খুলনা খুলনা তোমার আমার পানে চেয়ে থাকা , আমার নিরঘুম রাত রাত জেগে তোমার থিসিস আমার সারারাত কানে তোমার ফোন .। তোমার তরে এই গান বাবু ঃ জানিনা আমরা এক তারপরো কেন তুউমি আমি আমি নেই , আমি যে তুমি নেই কিন্তু আমরা একই , "তুমি আমি আমি তুমি দুজনেই রব জানি একসাথে চিরদিন ই" এই গানটা শুন আমার পুতুপুতু পটপটি আমি বৃষ্টি দেখেছি বৃষ্টির ছবি একেছি আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে অনেক কেঁদেছি আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামেনি শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি আমি বৃষ্টি দেখেছি চারটে দেয়াল মানেই নয়তো ঘর নিজের ঘরেও অনেক মানুষ পর কখন কিসের টানে মানুষ পায় যে খুঁজে বাঁচার মানে ঝাপসা চোখে দেখা এই শহর আমি অনেক ভেঙ্গেচুরেও আবার শুরু করেছি আবার পাওয়ার আশায় ঘুরে মরেছি আমি অনেক হেরে গিয়েও হারটা স্বীকার করিনি শুধু তোমায় হারাবো আমি স্বপ্নেও ভাবিনি আমি বৃষ্টি দেখেছি হারিয়ে গেছে তরতাজা সময় হারিয়ে যেতে করেনি আমার ভয় কখন কিসের টানে মানুষ পায় যে খুঁজে বাঁচার মানে ঝাপসা চোখে দেখা এই শহর আমি অনেক স্রোতে বয়ে গিয়ে অনেক ঠকেছি আমি আগুন থেকে ঠেকে শিখে অনেক পুড়েছি আমি অনেক কষ্টে অনেক কিছুই দিতে শিখেছি শুধু তোমায় বিদায় দিতে হবে স্বপ্নেও ভাবিনি বি ঃ দ্র ঃ মনে পড়ছে মিয়াও কে খুব , সে আমাকে আগলে রাখতে চায় , কিন্তু আমিই তার বেহায়া বাঘ যে তাকে কাদায় আবার নিজেই তার অগোচরে কাদে , তুমি কষ্ট পেয়না বাবু তুমি থেক, আমি আসছি এক ছুটে তোমার কাছে ্্্্্্ , ভুল হলে মাফ করবেন , মনের হাবিজাবি ,চাপা আর্তনাদ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।