মোস্ট পাওয়ার ফুল ট্যালিপ্যাথী , " তোমরা আমাকে স্মরণ কর , আমি তোমাদেরকে স্মরণ করব " (১৫২/ সুরা বাক্বারা) বিসমিল্লাহির রহমানির রাহীম । পরম করুনাময় ও দয়ালু আল্লাহর নামে ।
কুরআনে সুন্দর সুন্দর উপমা ব্যবহৃত হয়েছে । উপমা নিয়ে আল্লাহ নিজে বলেন ,
সুরা বাক্বারা (২৬) ;" নিশ্চয় আল্লাহ লজ্জা বোধ করেন না , মশা বা তার চেয়ে তুচ্ছ বস্তুর উপমা দিতে । সুতরাং যারা ইমান এনেছে তারা জানে যে , এ উপমা তাদের রবের পক্ষ থেকে সত্য ;
কিন্তু কাফেররা বলে যে , আল্লাহর এ উপমা দেয়ার উদ্দেশ্য কি ?
তিনি এর দ্বারা অনেক কে বিপথগামী করেন , এবং অনেক কে সৎ পথে পরিচালিত করেন ।
এরূপ উদাহরণ দিয়ে তিনি অবাধ্য লোকদের ছাড়া কাউকে বিপথগামী করেন না । "
সুরা বাক্বারার ৭৪ নং আয়তে আল্লাহ কাফেরদের মনকে পাথর অপেক্ষা কঠিন বলে অবিহিত করেছেন ।
এরূপ পাথর আছে যা থেকে সুশীতল পানি নির্গত হয় । কিন্তু কাফেরদের হৃদয় হতে জ্ঞান বা করুণার ধারা নির্গত হয়না । অন্যস্থান থেকেও তাদের অন্তরে প্রবেশ করেনা ।
পক্ষান্তরে বিশ্বাসীদের অন্তর থেকে জ্ঞান বা করুণার ধারা নির্গত হয়ে জগদ্বাসীকে শান্তি ও স্নেহ করুণা বিলায় ।
মুসা (আঃ) এক টুকরা মাংস দিয়ে মৃত দেহকে আঘাত করার পর মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠে । এটা ছিল আল্লাহর নিদর্শন । কিন্তু এ নিদর্শন দেখেও কাফের রা কি কর ল ?
সুরা বাক্বারা , আয়াত ৭৪ , "এরপরেও তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল ।
যেন তা পাথর বা তার চেয়ে ও কঠিন তর ;
কতক পাথর এমন যে তা থেকে নদী নালা প্রবাহিত হয় ,
আবার কোন কোন পাথর ফেটে যায়
এবং তা থেকে পানি বের হয় , আর কতক আল্লাহর ভয়ে পতিত হয় "
বাস্তব জীবনেও অনেক মানুষের দেখা পাওয়া যায় , যারা এত কঠিন , তাদের কে দেখলে এই আয়াত টির কথা মনে পড়ে ।
মনে হয় তাদের অন্তর পাথরের চেয়ে কঠিন । হিংস্রতা আর নিচুতা দিয়ে তারা এমনভাবে পরিবর্তিত হয়ে এত কঠিন হয়ে গেছে যে , পাথরকেও হার মানায় ।
সূত্র ঃ নূরানী কোর আন শরীফ , মীনা বুক হাউজ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।